কলকাতা: সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন অর্জুন সিংয়ের। আগামী সোমবার শুনানির সম্ভাবনা। অর্জুনের দাবি বিনা কারণে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হেনস্থা করার জন্য নোটিশ দিয়েছে সিআইডি। তাই তাকে রক্ষাকবচ দেওয়া হোক। মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
উল্লেখ্য, চলতি মাসেই শুরু হচ্ছে রাজ্যের ৬ আসনে উপনির্বাচন। নৈহাটিতে উপ-নির্বাচনের ঠিক আগের দিন অর্জুন সিংকে নোটিশ ধরিয়েছে সিআইডি। আগামী ১২ নভেম্বর বিজেপি নেতাকে নথি পত্র নিয়ে ভবানী ভবনে হাজিরার নির্দেশ।
আরও পড়ুন:ফের শিয়রে ঘূর্ণাবর্ত, কতটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে
কি কারণে অর্জুন সিংকে তলব
জানা গেছে, ভাটপাড়া পুরসভায় সাড়ে চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে।২০২০ সালে ভাটপাড়া থানায় অর্জুন সিং এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে অভিযোগ দায়ের করেন তৎকালীন প্রশাসক মণ্ডলির এক সদস্য। অভিযোগ, বেসরকারি ব্যাঙ্কের ত্রাণ তহবিলের বেশ কিছু অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের সেই তছরুপের মামলায় অর্জুনকে ডাকা হয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
দেখুন অন্য খবর: