পাথরপ্রতিমা: নিম্নমানের খাবার (Low Quality Food), মাঝে মধ্যেই পড়ুয়াদের খাবার না দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের ২৭৫ নম্বর আইসিডিএস সেন্টার (ICDS Centre)। অভিযোগ প্রতিদিন নিম্নমানের খাবার দেন শিক্ষিকা দুর্গারানী সামন্ত। এই অভিযোগে বুধবার দিদিমণিকে আটকে রেখে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।
আরও পড়ুন: ভাঙড়ে আবাসের সার্ভে ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ
মিড ডে মিলে নিম্নমানের খাদ্য (Substandard Food) সামগ্রী দেওয়া অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ মাঝে মাঝে খাবার বন্ধ করে দেন ওই শিক্ষিকা। গত কয়েকদিন আগে চারদিন খাবার বন্ধ করে দেয়। খাবারগুলি পরে দেওয়ার কথা বললেও এখনও পর্যন্ত সে খাবার দেয়নি। এই অভিযোগে শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা৷ এদিনের বিক্ষোভকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। অন্যদিকে সব সময় শিশু ও মায়েদের প্রতি খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে। তবে শিক্ষিকা বলেন, নিম্নমানের খাবার দেওয়ার কথা সম্পন্ন মিথ্যা। যে বাড়িতে রান্না হয় তার বাড়িতে অসৌচ থাকার কারণে যাদের রান্না করা হয়নি। একদিন তিনি দিয়েছেন আরও তিনদিন বাকি আছে।
অন্য খবর দেখুন