কলকাতা: সাত সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গি হানা (Militant attack), পণবন্দি এক ব্যক্তি। ব্যাপক আতঙ্ক ভিক্টোরিয়া জুড়ে ((Victoria Memorial)। খবর পেয়ে ছুটে এল সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম। বেশ কয়েকঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশনে জঙ্গি নিকেশ করে পণবন্দী ব্যক্তি ও ভিক্টোরিয়া মেমোরিয়ালকে রক্ষা করল সেনা। কি আঁতকে উঠলেন? ভয় পাবেন না।
কেন্দ্রীয় সরকারের সি-ভিজিলের অন্তর্গত এবং বায়ুসেনার তত্ত্বাবধানে ভারতীয় সেনা, এনএসজি, সিআইএসএফ কিউআরটিকে নিয়ে একটি জঙ্গিনিকেশ মক ড্রিল বা মহড়া চলল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। কখনও জঙ্গি অনুপ্রবেশ না হামলা হলে কিভাবে মোকাবিলা করা হয় সেটাই করে দেখাল সেনাবাহিনী।
আরও পড়ুন:বেআইনি কার্যকলাপ বন্ধে কড়া নির্দেশ ডিজি রাজীব কুমারের
সাড়ে ৯টা থেকে ১০টা, টানা আধ ঘণ্টা ধরে চলল এই অপারেশন। দূর থেকেই দেখা যাচ্ছিল, ভিক্টোরিয়ার শ্বেত পাথরের মূর্তির আড়ালে দু’জন জঙ্গি লুকিয়ে আছে। আগেই অবশ্য ৬ জন জঙ্গিকে পাকড়াও করেন জওয়ানরা। পরে বাকি দু’জনকে আটক করার পরে অপারেশন শেষ হয়। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে।
চিফ স্টাফ অফিসার এনওআইসি প্রদীপ অগ্নিহোত্রী(Chief Staff Officer NOIC Pradeep Agnihotri) জানিয়েছেন, ‘‘এটা আসল কোনও জঙ্গি হানার ঘটনা নয়। মক ড্রিল অর্থাৎ নকল অভিযান।
হঠাৎ করে জঙ্গি হানা ঘটলে বা জঙ্গিরা কোনও এক ‘ভিআইপি’-কে যদি জঙ্গি অপহরণ করে, সেক্ষেত্রে কীভাবে মোকাবিলা করতে হয়, তার মহড়ার জন্যই এই আয়োজন করা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এই মক ড্রিলে স্থল, নৌ সেনা ও এনএসজি, সিআইএসএফ জওয়ানরা অংশ নিয়েছিলেন। প্রতিকূল অবস্থা মোকাবিলা করাই এই মক ড্রিলের প্রধান লক্ষ্য ছিল।
দেখুন অন্য খবর: