ওয়েবডেস্ক- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Pm Narendra Modi) তীব্র ভাষায় কটাক্ষ নিয়ে পাল্টা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Cm Rekha Gupta)। এদিন তিনি তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, বিহার (Bihar) ইনোসেন্ট (Innocent) কিন্তু বোকা (Fool) নয়। রাহুল গান্ধী বনাম রেখা গুপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তীব্র পাল্টা আক্রমণ শুরু করার সাথে সাথে রাজনৈতিক ঝড় উঠেছে।
প্রসঙ্গত, বিহারে (Bihar) মুজফফরপুর (Muzaffarpur) থেকে মহাগঠবন্ধনের জনসভা থেকে লোকসভা বিরোধী দলনেতা দাবি করেন, ভোটের জন্য যা বলা যাবে, সেটা করতেই রাজি হয়ে যাবেন প্রধানমন্ত্রী। যদি নাটক করতে বলা হয়, নাটক করে দেবেন। যদি নাচতে বলা হয় তাহলে প্রধানমন্ত্রী নেচেও দেবেন।
রাহুলের এই মন্তব্যের পাল্টা আক্রমণ শানায় বিজেপি। পদ্ম শিবিরের নেতা প্রদীপ ভান্ডারি বলেন, স্থানীয় গুণ্ডাদের ভাষায় কথা বলছেন রাহুল। স্পষ্টতই ভারত এবং বিহারের প্রত্যেক গরিব মানুষকে রাহুল গান্ধী অপমান করেছেন, যাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে ভোট দিয়েছেন। রাহুল গান্ধী ভোটার এবং ভারতীয় গণতন্ত্রকে নিয়ে উপহাস করেছেন। রাহুল গান্ধীর এই বক্তব্যে, সোচ্চার হন রেখা গুপ্তা। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, বিহারের মানুষ মনে করেন যে, তারা আমাদের বোকা বানাতে পারবে, তাহলে আমি তাদের বলতে চাই যে বিহারী ইনোসেন্ট হতে পারে, কিন্তু সে বোকা নয়।
আরও পড়ুন- ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে আকাশে উড়ান দ্রোপদী মুর্মুর
বিহারে ভোট প্রচারেও গিয়ে মুজফফরপুরে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব সঙ্গে যৌথ জনসভায় রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ম্যরাথন আক্রমণ করেন।
দিল্লিতে যমুনার জল ছট পুজোয় ব্যবহার নিয়ে যে বিতর্ক শুরু হয়। অভিযোগ, দিল্লিতে ছটপুজো উপলক্ষে যমুনায় ডুব দেওয়া নিয়ে নাটক করেছেন মোদি। আসলে তাঁর জন্য বিশেষ পুকুর তৈরি করা হয়েছিল।
তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ‘কৃত্রিম যমুনা’র জলে ডুব দেননি প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠান বাতিল করেছেন।
দেখুন আরও খবর-







