Saturday, August 2, 2025
HomeScrollছিনতাইতে বাধা, পুলিশ কনস্টেবলকে কুপিয়ে খুন দিল্লিতে
Delhi Govindpuri Incident

ছিনতাইতে বাধা, পুলিশ কনস্টেবলকে কুপিয়ে খুন দিল্লিতে

নিহত পুলিশ অফিসারকে গার্ড অফ অনার

Follow Us :

নয়াদিল্লি: হাড়হিম করা ঘটনার সাক্ষী দিল্লি (Delhi)। ভোররাতে পুলিশ কনস্টেবলকে(Police constable) কুপিয়ে খুন। মৃত পুলিশ কর্মীর নাম কিরণপাল সিং (২৮)। দিল্লির গোবিন্দপুরী (Govindpuri) থানায় কর্মরত ছিলেন। ছিনতাইতে বাধা দেওয়ায় এই ঘটনা বলে জানা গেছে।

দুজনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় দুষ্কৃতীর এনকাউন্টারে মৃত্যু হয়েছে। তৃতীয় ব্যক্তিই মূল চক্রী বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। রবিবার ভোরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালটা গুলি চালায় পুলিশ। এনকাউন্টারে মৃত্যু হয় ওই দুষ্কৃতীর।  দক্ষিণ দিল্লির গোবিন্দপুরী এলাকার ঘটনা।  ধৃতরা হল দীপক সিং ওরফে ম্যাক্স (২০), কৃষ গুপ্তা (১৮)। নিহত মূল চক্রীর নাম রাঘব ওরফে রকি।

আরও পড়ুন: বিশ্বাস করতে পারছি না, মহারাষ্ট্র এমন করবে ! প্রতিক্রিয়া উদ্ধবের

রাতে অপর দুই পুলিশ কর্মীর সঙ্গে টহলদারিতে ছিলেন কনস্টেবল কিরণপাল। কিন্ত সন্ত রবিদাস মার্গে যখন তার উপর দুষ্কৃতীরা আক্রমণ চালায় তখন কিরণপাল সেখানে একা ছিলেন। তিনি তিন যুবককে দেখতে পান এবং তাঁদের বাধা দেন। তখনই ধারালো অস্ত্র দিয়ে ওই কনস্টেবলের উপর আক্রমণ চালায় তারা। সকাল ৭ টার দিকে পুলিশ কনস্টেবলের দেহ উদ্ধার হয়।

এরপর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করা হলে কিরণপালকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। চিকিৎসকেরা জানিয়েছেন, কনস্টেবল সিংয়ের বুকে এবং পেটে দুটি ছুরিকাঘাতের ক্ষত ছিল। বুকে ক্ষতটি  তার হৃদপিন্ডে ছিদ্র করে দিয়েছে।

এই ঘটনার পরেই সিসি ক্যামেরা খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করা হয়। তদন্তে নামে দিল্লি পুলিশের বিশেষ অপরাধদমন শাখা। এক অভিযুক্তের সঙ্গে এনকাউন্টারের পরিস্থিতি তৈরি হয়। তাঁর পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।  কিন্তু তৃতীয় জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে পাওয়া গেলেও তৃতীয় ব্যক্তিকে ধরতে গিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পালটা গুলি চালায় পুলিশ। এনকাউন্টারে নিহত ওই দুষ্কৃতী। ধৃত বাকি দু’জনকে জেরা করছে পুলিশ।

সরিতা বিহারের জেলা ডেপুটি কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা এবং অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে কনস্টেবল কিরণপাল সিংকে গার্ড অফ দেওয়া হয়।

দেখুন অন্য খবর:

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Durgapur Incident | কলকাতা টিভি’র খবরের জের, ‘বাংলা বলছে’ শো-এর পরই গ্রে/ফ/তার ২ গোরক্ষক
00:00
Video thumbnail
Politics | ভোটার লিস্ট সংশোধন নিয়ে তৃণমূল পড়বে ঝাঁপিয়ে
05:49
Video thumbnail
Politics | ভোট চুরির অভিযোগ এখন রাহুল গান্ধীর বি/স্ফো/রণ
04:24
Video thumbnail
Donald Trump | ট্রাম্পের নির্দেশে রাশিয়ায় পারমাণবিক সাবমেরিন
03:27
Video thumbnail
Politics | বিহার ছাড়ো নীতীশ-সরকার, মহাআন্দোলন জোরদার
06:14
Video thumbnail
Stadium Bulletin | প্রসিদ্ধ-সিরাজের দাপট! জমজমাট ওভাল টেস্ট
18:17
Video thumbnail
Narendra Modi | রামমন্দিরে ভগবানের নামেও লুট, এই সাংসদের ভাষণের জেরেই কি রাজ্যসভায় গেলেন না মোদি?
04:08
Video thumbnail
Donald Trump | ট্রাম্পের নির্দেশে পা/রমা/ণবিক সাবমেরিন পাঠাল আমেরিকা, রাশিয়াও তৈরি
03:27
Video thumbnail
Donald Trump | গদগদ পাক প্রেম, তেল খুঁজতে গিয়ে মিলল থ্রে/ট, এবার কী করবেন ট্রাম্প?
02:54
Video thumbnail
Politics | বিজেপি নেতারা এইবার ক্লাস করবে ভদ্রতা শেখার
05:38

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39