নয়াদিল্লি: ইন্দো-পাক (Indo pak border) সীমান্তে ১৬টি ড্রোন (Drone) উদ্ধার করল বিএসএফ (Bsf)। এই ড্রোনগুলি চিনের তৈরি বলে জানা গেছে। এইগুলি সাধারণত মাদক, অস্ত্র, জাল মুদ্রা পাচারের কাজে ব্যবহৃত হয়। সীমান্তে টহলদারি চালানোর সময় বিএসএফ ওই ড্রোনগুলিকে গুলি করে নীচে নামায়। ৯ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ড্রোনগুলিকে উদ্ধার করে বিএসফ।
দশ সপ্তাহের মধ্যে এই প্রথম এতগুলি ড্রোন উদ্ধারের ঘটনা এই প্রথম। পাশাপাশি বিএসএফ ১৬ কেজি ড্রাগ সহ দুজনকে পাচারকারী সন্দেহে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: উধাও শতাব্দী এক্সপ্রেসের কামরা! সাতসকালে নয়াদিল্লিতে হলটা কী?
বিএসএফ সূত্রে জানা গেছে, অমৃতসর, তারন তারান এবং গুরুদাসপুর সেক্টরে এই ড্রোন উদ্ধারের ঘটনা ঘটেছে। এই বছর এ পর্যন্ত, বিএসএফ ২১৬টি ড্রোন আটক বা উদ্ধার করেছে, যা গত বছরে উদ্ধার হওয়া ড্রোন থেকে ১০৭গুণ বেশি।
দেখুন অন্য খবর: