কলকাতা: মানবতাই (Humanity) সবার উপরে। মসজিদের বাইরে দুই পক্ষের তীব্র হানাহানির জেরে এমনই বার্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশকে নিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।
মসজিদে প্রার্থনার সময় নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে তীব্র হানাহানিতে একজনের মৃত্যু ও বেশ কয়েকজনের গুরুতর আহত হওয়ার পরিপ্রেক্ষিতে হাঙ্গামা নিয়ন্ত্রণের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মসজিদে প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণে পুলিশকে নজরদারির নির্দেশ।
মানবতা সবার উপরে। কাউকে হত্যা করার অনুমতি কোন্ ধর্ম দেয়? অনুভূতি, চেতনা এবং আবেগ জড়িয়ে থাকে ধর্মীয় ভাবনায়। এর কোনওটির অভাব হলেই ঘৃণার জন্ম হয়। মন্তব্য আদালতের।
বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এড়াতে প্রার্থনার সময় আলাদা করার নির্দেশ এর আগে দিয়েছিল আদালত। কিন্তু স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি ফের বিগড়ে যায়। এই অবস্থায় জেলা প্রশাসনের রিপোর্ট তলব করে আদালত। যা খতিয়ে দেখে আদালত জানিয়েছে, এরপরেও সংঘর্ষ হলে ওই মসজিদে সব রকমের ধর্মীয় পদক্ষেপ বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের অনলাইন এনরোলমেন্ট শুরু, কবে থেকে জেনে নিন
দেখুন অন্য খবর: