skip to content
Homeরাজ্যশাহজাহান ঘনিষ্ঠদের নিয়ে ঘটনার পুনঃনির্মাণে সিবিআই টিম
Sandeshkhali Incident

শাহজাহান ঘনিষ্ঠদের নিয়ে ঘটনার পুনঃনির্মাণে সিবিআই টিম

শাহজাহান ঘনিষ্ঠ দুই সঙ্গীকে নিয়ে একাধিক জায়গায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই

Follow Us :

সন্দেশখালী: সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali Incident) দুই দলে ভাগ হয়ে সোমবার একাধিক জায়গায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। এদিন মিনাখাঁর বামনপুকুর এলাকার এক রেস্তোরায় শাহজাহান ঘনিষ্ঠ দুই সঙ্গীকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। এই রেস্তোরায় শেখ শাহাজান  বেশ কয়েকদিন ছিল বলেই সূত্রের খবর। এখানেই শাহজাহান ঘনিষ্ঠ দুই সঙ্গীকে এনে রেস্তোরাঁর মালিক ও অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে সিবিআই আধিকারিকরা। তারপর তারা আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোটবিট পোল গ্রামে ঘটনার পুনঃনির্মাণ করতে দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে পৌঁছন। রাতের অন্ধকারে ভেড়ি এলাকার ভিতরে থাকা একটা ঝুপড়ি ঘরে গিয়ে পুনর্নির্মাণ করা হয়।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২৪)

শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ মিনাখাঁর ইট ভাটার মালিক বাপ্পা মণ্ডলের ইট ভাটা ও অফিসেও এদিন গিয়েছিল আধিকারিকরা। ইট ভাটা মালিক বাপ্পা ঘটনার দিন কী দেখেছিল? শাহজাহানকে কত দিন ধরে চিনত? ইট ভাটা থেকে কত টাকা কমিশন যেত শাহজাহানের কাছে? সেই সবই বাপ্পার কাছ থেকে সিবিআই জানতে চেয়েছে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: ফিরহাদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনকে চিঠি বিজেপির

শ্রমিক ঠিকাদার কুতুবউদ্দিনের অধীনে যে ছেলেরা ভাটায় কাজ করে, তাঁদের মধ্যে একজন ইডি পেটানোর ঘটনায় যুক্ত ছিলেন বলে খবর। আইজুল শেখ নামের সেই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তবে আইজুলের সেই গ্রেফতারি যথার্থ কিনা সেই বিষয়ে খোঁজ নিতেই কুতুবউদ্দিনের পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular