নয়াদিল্লি: লোকসভা ভোটের (Loksabha Vote) আগে শিশুদের (Children) নিয়ে নির্দেশিকা জারি। সোমবার নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রচারে শিশুদের ব্যবহার করা নিয়ে একাধিক নির্দেশ নিয়েছে। ওই নির্দেশ না মানলে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জানানো হয়েছে, ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। প্রচারে শিশুরা থাকতে পারবে না। নির্বাচন সংক্রান্ত বৈঠকে শিশুরা থাকতে পারবে না। কোনও নির্বাচনী প্রচারে শিশুদের কোলে নিয়ে বা গাড়িতে নিয়ে যাওয়া যাবে না। প্রতিটা রাজনৈতিক দলকে প্রচারের সময় শিশুশ্রম প্রতিরোধ আইন, ১৯৮৬ মেনে চলতে হবে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, কোনও রাজনৈতিক সভায় অবশ্য বাবা, মায়ের সঙ্গে শিশু হাজির থাকলে তা ভোটের প্রচার হিসেবে গণ্য হবে না। তাতে কোনও বাধা থাকবে না। উল্লেখ্য, এর আগে একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে শিশুদের ভোটের কাজে ব্যবহার করার অভিযোগ ওঠে। এমনকী মিছিলেও শিশুদের দেখা গিয়েছে। এবার থেকে তা রোধে নির্দেশিকা জারি হল।
আরও পড়ুন: নাম না করে ভারতকে হুঁশিয়ারি মলদ্বীপের প্রেসিডেন্টের
আরও খবর দেখুন