Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনাম না করে ভারতকে হুঁশিয়ারি মলদ্বীপের প্রেসিডেন্টের
Mohammad Muizzu

নাম না করে ভারতকে হুঁশিয়ারি মলদ্বীপের প্রেসিডেন্টের

সোমবার মলদ্বীপে সংসদের অধিবেশনে ভাষণ দেন মুইজ্জু

Follow Us :

মালি: মলদ্বীপের (Maldives) সার্বভৌমত্বের ওপর কোনও দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। নাম না করে ফের একবার ভারতকে হুঁশিয়ারি মলদ্বীপের নয়া প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর (Muizzu)। সোমবার মলদ্বীপে সংসদের অধিবেশনে ভাষণ দেন মুইজ্জু। সেখানেই তিনি বলেন, ১০ মার্চের মধ্যে মলদ্বীপের তিনটি বিমানঘাঁটির একটি থেকে ভারতীয় সেনারা সরে যাবেন। ১০ মে-এর মধ্যে অপর দুই বিমানঘাঁটি থেকেও ভারতীয় সেনারা বিদায় নেবেন। তবে প্রধান দুই বিরোধী দল এমডিপি ও ডেমোক্র্যাটের এমপিরা প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে মলদ্বীপের তিন মন্ত্রীর আপত্তিকর মন্তব্যে পর শোরগোল পড়ে গিয়েছে দুই দেশে। নষ্ট হয়েছে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারতে উঠেছিল ‘বয়কট মলদ্বীপ’ স্লোগানও। আর এবার ভারতীয় সেনাকে হটানোর ডেডলাইন বেঁধে দিল মলদ্বীপ।

আরও পড়ুন: আজহারউদ্দিনকে অনুমতি দিল না সুপ্রিম কোর্ট, কীসে জেনে নিন

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মার্চ এবং মে মাসের মধ্যে দুই ধাপে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়া হবে। প্রথম ধাপে ১০ মার্চের মধ্যে তিনটি বিমানক্ষেত্রের একটি থেকে সেনা সরিয়ে নেবে ভারত। তারপর ১০ মে’ র মধ্যে দুটি বিমানক্ষেত্র থেকেও সেনা সরিয়ে নেবে তারা। উভয়পক্ষই প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে মলদ্বীপে দুটি হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৮০ জন ভারতীয় সামরিক কর্মী রয়েছে। এই সেনা নিয়েই আপত্তি মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর। এর আগেও তিনি আনুষ্ঠানিকভাবে ভারতকে ১৫ই মার্চের মধ্যে তাদের সামরিক কর্মীদের সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিলেন।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular