নয়াদিল্লি: হায়দরাবাদ ক্রিকেট এসোসিয়েশনের (Hyderabad Cricket Association) বার্ষিক সভায় মহম্মদ আজহারউদ্দিনকে (MD Azharuddin) যোগ দেওয়ার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)।
বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতির সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ আজ্জুর আবেদন এখনই শুনতে নারাজ। সম্পর্কিত সব মামলার শুনানি এপ্রিলে।
আরও পড়ুন: আইপিএস অফিসারের কারাবাসের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ
১৮ ফেব্রুয়ারি নবগঠিত হায়দরাবাদ ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে গত বছরের ১৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট দ্বারা অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারপতি এল নাগেশ্বর রাও-কে নিয়োগ।
আজাহারউদ্দিন ডেকান ব্লুজ ক্লাবের প্রেসিডেন্ট। যা এইচসিএ নিয়ম বিরোধী। তাই ভোটে দাঁড়াতে পারবেন না আজহারউদ্দিন। রাও-এর নির্দেশ।
আরও খবর দেখুন