Wednesday, August 6, 2025
HomeCurrent NewsCommonwealth Games 2022: ভারোত্তোলক চানু'র সোনা, ভারতের ৪ পদক

Commonwealth Games 2022: ভারোত্তোলক চানু’র সোনা, ভারতের ৪ পদক

Follow Us :

কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে (শনিবার)একটি সোনার পদক পেয়ে পদক তালিকায় একসময় পয়লা নম্বর বসে পড়েছিল। কিন্তু দিনের শেষে ৪টি পদক নিয়ে পদক তালিকায় আট নম্বরে। ভারতের মহিলা ভারোত্তোলক মীরাবাই চানুর সাফল্য মিলতেই গেমসে ভারতের নামের পাশে একটি সোনা লেখা হয়ে গেছে। মহিলাদের ৪৯ কেজি বিভাগে তিনি সোনার পদক জিতে নিয়েছেন। এই ভারোত্তোলনেই রুপোর পদক জেতেন সঙ্কেত সরগর এবং ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি। এই খেলা থেকেই তিনটি পদক এনে দিয়েছে।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন ভালো মন্দ মিশিয়ে একটি সোনা জিতেছে ভারত। ভারতের সূচিতে টানটান উত্তেজনার লড়াই ছিল- ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, হকিতে। একাধিক ইভেন্টে ভারতীয় খেলোয়াড়দের লড়তে দেখা গেল ।

ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় মীরাবাই ১০৯ কেজি ওজন তুলে সোনার পদক নিশ্চিত করেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১১৩ কেজি তোলেন। কিন্তু তৃতীয় বারের চেষ্টায় ১১৫ কোজি তুলতে ব্যর্থ হন চানু। তবে সব স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০১ কেজি তুলে সোনার পদক জেতেন মীরাবাই।

চানুকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

মেয়েদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে সোনা জয়ের পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মীরাবাই চানুকে অভিনন্দন জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তা এসেছে দেশের বিভিন্ন মানুষের থেকে। চানু তাঁর পদক উৎসর্গ করেছেন কোচ ও পরিবারকে।

বক্সিং: লভলিনা কো: ফাইনালে

কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন বক্সিংয়ের দিক থেকে ভারতের জন্য ছিল গুরুত্বপূর্ণ। ভারতের ১২ জন বক্সার রিংয়ে নেমে ছিলেন। যার মধ্যে ছিলেন টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বোরগোঁহাই, বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং তারকা বক্সার অমিত পাঙ্গল।

মহিলাদের বক্সিংয়ের ৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন লভলিনা বড়গোহাঁই। তিনি ৫-০ ব্যবধানে হারিয়ে দিলেন নিউজিল্যান্ডের আরিয়ান নিকোলসনকে।

মেয়েদের হকি: ওয়েলসকে হারাল ভারত

মেয়েদের হকির দ্বিতীয় পুল ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ভারত। হাফ-টাইমে ( সেকেন্ড কোয়ার্টারে) ভারত ২-০ গোলে এগিয়ে ছিল। আগের দিনই প্রথম ম্যাচে ভারত ৫-০ গোলে হারিয়ে দিয়েছিল ঘানাকে। গ্রুপের পরপর দুটি ম্যাচ জিতে নিয়েছে মেয়েরা।

স্কোয়াশ: হার অনাহতের

স্কোয়াশের দ্বিতীয় রাউন্ডে হারতে হল টিনেজার ১৪ বছরের অনাহত সিংকে। বার্মিংহ্যামে , এবারের গেমসে ভারতের সব থেকে কম বয়সী এই খেলোয়াড়টি ৭-১১, ৭-১১, ১১-৪, ৬-১১ ব্যবধানে হার মানেন বিশ্বের ১৯ নম্বর এমিলির কাছে। একটি গেম ছিনিয়ে নিয়ে লড়াইয়ের ক্ষমতা দেখিয়েছেন।

টেবিল টেনিস: মেয়েদের বিদায় !

টেবিল টেনিসে মেয়েদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল গতবারের চ্যাম্পিয়ন ভারতকে! মালয়েশিয়ার কাছে (২-৩) হারতে হল ভারতকে। ডাবলসে রীথ ও শ্রীজা জুটি হার মানেন। প্রথম সিঙ্গলসে জয় দিয়ে শুরু করেছিলেন মনিকা। দ্বিতীয় সিঙ্গলসেও জেতেন শ্রীজা। ফিরতি সিঙ্গলসে হেরে বসেন মনিকা বাত্রা। আর সেমি ফাইনালে ওঠার চূড়ান্ত সিঙ্গলস ম্যাচটি হেরে যান রীথ।

আরও পড়ুন:Commonwealth Games: ক্রিকেটে ভারতের মেয়েদের হার অস্ট্রেলিয়ার কাছে

তৃতীয় দিন: রবিবার

আজও ভারতের অনেক কিছুর পরীক্ষা। আজই কি কি পদক আছে – তাই দেখার।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | কামারপুকুরে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
03:50:50
Video thumbnail
Supreme Court | ফের শুরু DA মামলা, সুপ্রিম কোর্ট থেকে Live
02:18:30
Video thumbnail
Supreme Court | সুপ্রিম কোর্টে DA মামলার বি/স্ফো/রণ, দেখুন সরাসরি
01:33:56
Video thumbnail
Supreme Court | লাঞ্চের পর ফের শুনানি শুরু DA মামলার, দেখুন সরাসরি
01:42:25
Video thumbnail
Parliament | CISF | সংসদে হঠাৎ ঢুকে পড়ল সিআইএসএফ জওয়ানরা, কেন? দেখুন চাঞ্চল্যকর খবর
02:03:55
Video thumbnail
Mamata Banerjee | কামারপুকুরে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
22:25
Video thumbnail
Mamata Banerjee | বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাগুচ্ছ কর্মসূচি
03:42:30
Video thumbnail
Mamata Banerjee | বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগের ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
33:10
Video thumbnail
Rahul Gandhi | PM Modi | যদি তোমার সাহস থাকে বলো ট্রাম্প মিথ্যেবাদী, রাহুলের আ/ক্র/মণে বেসামাল মোদি
02:36:10
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:59:15

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39