কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে ইডির (ED) আইও (IO) বদল? সূত্রের খবর, রবীন্দর দহিয়াকে সরিয়ে আনা হল প্রশান্ত চন্দ্রিলকে। সন্দেশখালির ঘটনার জেরেই কি সরল আইও? যদিও ইডির তরফ থেকে আইও বদল নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, গত শুক্রবার তৃণমূল (TMC) নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানের আগে সিআরপিএফের সঙ্গে সমন্বয়ের অভাব ছিল রবীন্দরের নেতৃত্বাধীন ইডি অফিসারদের। ঘটনার সময় বাকি অফিসারদের ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ছিল আইও-র বিরুদ্ধে।
শেখ শাহাজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযানে গেলে ধুন্ধুমার ঘটে। ইডি অফিসারদের শাহজাহানের অনুগামীরা মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। সেই ঘটনায় একাধিক এফআইআর দায়ের হয়েছে। ইডি অভিযোগ করেছে তাঁদেরকে খুন করার চেষ্টা হয়েছিল। এদিকে ইডি অফিসারদের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং টাকা চুরির অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের পরিবারের। শাহজাহানের সরবেড়িয়ার বাড়ির কেয়ারটেকার দিদার বক্স মোল্লা ন্যাজাট থানায় অভিযোগ করেন, গত ৫ জানুয়ারি তল্লাশির নামে ইডির অফিসাররা নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা, কিছু দামি জিনিস-সহ বহু গুরুত্বপূর্ণ নথি চুরি করেছেন। শুধু তাই নয়, শ্লীলতাহানিও করা হয়েছে। দিদারের ওই অভিযোগের ভিত্তিতেই ন্যাজাট থানায় এফআইআর হয়েছে। সূত্রের খবর, পুলিশ তার তদন্তও শুরু করে দিয়েছে।অন্যদিকে ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৩১ মার্চ পর্যন্ত ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৭ জানুয়ারি জ্যোতি বসু রিসার্চ সেন্টারের শিলান্যাস, ঘোষণা বিমান বসুর
আরও খবর দেখুন