কলকাতা: আগামী ১৭ জানুয়ারি নিউটাউনে জ্যোতি বসু সেন্টার পর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের শিলান্যাস হবে। বৃহস্পতিবার সংস্থার ট্রাস্টির তরফে এ কথা জানান বিমান বসু। তার আগে ধর্মনিরপেক্ষতা নিয়ে এক আলোচনাচক্রে ভাষণ দেবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রমুখ।
১৭ জানুয়ারির পাঁচদিন পরই ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই মন্দিরের গর্ভগৃহে রামের প্রাণপ্রতিষ্ঠা হবে। রামমন্দিরের উদ্বোধন ঘিরে দেশে একটা উন্মাদনা সৃষ্টি করতে চায় বিজেপি। তাকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে হিন্দুত্বের ঝড় তোলার চেষ্টা করছে তারা। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে অযোধ্যায় গিয়ে মন্দিরের উদ্বোধনের দিন, ২২ জানুয়ারি দেশবাসীকে বাড়িতে প্রদীর জ্বালাতে আহ্বান জানিয়েছেন। তাঁর অনুরোধ. ওইদিন যেন দেশে অকাল দীপাবলি পালিত হয়। বিজেপির রাজ্য শাখাগুলিকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই দিনটিকে সামনে রেখে নানা কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিয়েছে। খোদ প্রধানমন্ত্রী ২২ জানুয়ারি ধামাকা হবে বলে ঘোষণা করেছেন।
আরও পড়ুন: ইডির বিরুদ্ধে টাকা চুরি, শ্লীলতাহানির অভিযোগ শাহজাহানের পরিবারের
বিরোধীদের অভিযোগ, রামমন্দিরকে কেন্দ্র করে বিজেপি সুচতুর ভাবে ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে দেওয়ার চক্রান্ত করছে। কংগ্রেস মন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে এবং অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছে রামমন্দির ট্রাস্ট। কংগ্রেস বুধবার জানিয়েছে, ওই তিনজন ২২ জানুয়ারি অযোধ্যায় যাবেন না। বামেরা আগেই জানিয়ে দিয়েছেন, তাদের কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন না। আমন্ত্রণ পেয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন বিমান বসু বলেন, ২২ তারিখের আগে ১৭ জানুয়ারি আমরা মানুষকে বোঝাব, ধর্মনিরপেক্ষতা কাকে বলে।
দেখুন আরও অন্যান্য খবর: