কলকাতা: রাজভবনের তিন কর্মীকে তলব করেছিল লালবাজার। বার বার তলব করা সত্বেও হাজিরা দেননি ওই কর্মীরা। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। মঙ্গলবার রাজভবনের সেই তিন কর্মীকেই ব্যক্তিগত বন্ডে আগাম জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট। এদিকে রাজভবনের আরও চার কর্মীকে ডেকে পাঠাল পুলিশ।
রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে অভিযোগকারিণী জানিয়েছিলেন, যে দিন শ্লীলতাহানির ঘটনা ঘটে, সে দিন রাজভবন থেকে বেরোতে বাধা দেওয়া হয়েছিল তাঁকে। রাজভবনের যে তিন কর্মী তাঁকে বাধা দিয়েছিলেন, তাঁদের নাম পাঁচ ঘণ্টার গোপন জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটকে জানিয়েছিলেন অভিযোগকারিণী। পুলিশের এফআইআরেও ওই তিন জনের নাম রয়েছে। রাজভবনের ঘটনা নিয়ে ইতিমধ্যে অভিযোগকারিণী ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন ওই মহিলা। তাঁকে আটকানোর অভিযোগ রয়েছে ওই কর্মীদের বিরুদ্ধে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল।
আরও পড়ুন: মমতাকে কুকথা, অভিজিতের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা
মহিলার অভিযোগ, যেদিন তাঁর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে সেদিন রাজভবন থেকে তাঁকে বেরোতে বাধা দেওয়া হয়। পুলিশ এফআইআর করেছে এসএস রাজপুত, কুসুম ছেত্রী ও সন্ত লাল নামে এই তিন কর্মীর বিরুদ্ধে।
দেখুন আরও অন্যান্য খবর: