Sunday, January 11, 2026
HomeScrollBJP–র বি-টিম হয়ে গেছে নিবার্চন কমিশন, সরব তৃণমূল
Trinamool Congress

BJP–র বি-টিম হয়ে গেছে নিবার্চন কমিশন, সরব তৃণমূল

তৃণমূলের খোলা চিঠি, নিশানায় কমিশনের ভূমিকা

ওয়েবডেস্ক- রাজ্য জুড়ে এসআইআর (SIR) নিয়ে উত্তেজনা। একদিকে বিএলওদের (BLO) অতিরিক্ত মানসিক চাপ, তাদের অসুস্থতা, আত্মহত্যা সব কিছু নিয়েই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলল তৃণমূল। বিজেপির বি -টিম হয়ে গেছে নির্বাচন কমিশন, সরব হল তৃণমূল।

তৃণমূল কংগ্রেস (TMC) নির্বাচন কমিশনকে (Election Commission)  চিঠি লিখে অভিযোগ করেছে, কমিশন নাকি “শাসক নয়, বিরোধী’ ভাবনায় কাজ করছে। চিঠিতে সবচেয়ে গুরুতর পরিস্থিতির কথা বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। BLO–দের ওপর অতিরিক্ত চাপ, সীমান্ত এলাকায় ভোটার বাদ–বদল – এই সব ইস্যুতে বিপুল ক্ষোভের কথা জানানো হয়েছে।

এই পরিস্থিতিকে সামনে রেখে গত শনিবারই সিইও দফতরে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে ডেপুটেশন জমা দেন তারা। তাদের অভিযোগ, কমিশনের গাফিলতিতে এই মৃত্যু হচ্ছে। তৃণমূলের অরূপ বিশ্বাস অভিযোগ তুলে বলেন, বিএলও দের সঠিকভাবে প্রশিক্ষণ না দিয়েই কাজ করানো হচ্ছে। কমিশনের এই ধরনের কাজ রাতে ঘুম কেড়ে নিয়েছে বিএলওদের।

আরও পড়ুন- হাসপাতালের বেডেই ট্যাব হাতে কাজ, চোপড়ায় BLO-র ছবি ভাইরাল

নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ হয়। কমিশন বিজেপি বি-টিম। শনিবার সিইও দফতরে যান অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক। তৃণমূলের প্রতিনিধি দলের তরফে জানানো হয়, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। অরূপ বিশ্বাস অভিযোগ করেন, নির্দিষ্ট একটি দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। নাম বাতিলের একটি টার্গেট নির্দিষ্ট হয়েছে। রাজ্যে কত ভোটার বাদ যাবে তা আগে থেকেই ঠিক করা হয়েছে। তবে একটিও বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বড়সড় আন্দোলন হবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News