দিল্লি: কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। এর মাঝে শোনা যাচ্ছিল, তিনি হয়তো এবার জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) চেয়ারম্যান হবেন। তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। প্রাক্তন প্রধান বিচারপতি (Former Chief Justice of India) বলেন, “এটি শুধুই গুঞ্জন। এই বিষয়ে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি এখন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অবসর জীবন উপভোগ করছি।”
উল্লেখ্য, এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র। তবে তাঁর মেয়াদ গত ১ জুন শেষ হয়ে গিয়েছে। এর পর থেকে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ছাড়াই চলছে। তাই বুধবার নতুন চেয়ারম্যান নির্বাচন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গেও ছিলেন। তবে কাকে এই পদে বসানো হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।
আরও পড়ুন: ইভিএম নিয়ে মামলায় ফের বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের
সাধারণত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বা বিচারপতিদের নিয়োগ করা হয়। বর্তমানে কমিশনের সদস্য বিজয়া ভারতী সায়ানি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৬ সালে প্রাক্তন প্রধান বিচারপতি এইচ এল দত্ত এবং ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রাক্তন প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণন এই পদে দায়িত্ব পালন করেন।
দেখুন আরও খবর: