নয়াদিল্লি: ইভিএম (EVM) যাচাই করার দাবিতে হওয়া মামলায় নয়া বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের (Supreme Court)। বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বে গঠিত নয়া বেঞ্চ আগামী মাসের ২০ জানুয়ারির পর এই মামলা শুনবে বলে শুক্রবার জানালো প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। ইভিএম যাচাই করার জন্য নির্দিষ্ট নীতির দাবিতে মামলা হরিয়ানার প্রাক্তন মন্ত্রী এবং পাঁচ বারের বিধায়ক করণ সিং দালাল ও অন্যান্যদের। উল্লেখ্য, এই বছরের এপ্রিলে বিচারপতি খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ ইভিএম বাতিল করে কাগজের ব্যালটে ভোট নেওয়ার দাবিতে হওয়া মামলা খারিজ করে। আদালত জানিয়েছিল, ইভিএমে কারচুপি করার অভিযোগের কোনও ভিত্তি নেই। বরং এই যন্ত্রের ব্যবহারে বুথ দখল ও ছাপ্পা ভোট প্রতিরোধ করা যায়। সেই রায়ের পরিপ্রেক্ষিতে হওয়া মামলা বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি পিবি ভারালের ডিভিশন বেঞ্চ গত ১৩ ডিসেম্বর শুনতে অস্বীকার করে। সেই সূত্রে প্রধান বিচারপতি এবার মামলাটি শোনার দায়িত্ব দিলেন বিচারপতি দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে।
মামলাকারীরা সাম্প্রতিক ভোটে দ্বিতীয় স্থান পেলেও ভোটের ফল চ্যালেঞ্জ না করে ইভিএম যাচাই করার জন্য স্পষ্ট এবং জোরদার নীতি প্রণয়ন করার দাবি করেছেন। উল্লেখ্য, গত ২৬ এপ্রিলের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ভোট গণনায় দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পাঁচ শতাংশ ইভিএম-এর ‘মাইক্রো কন্ট্রোলার চিপ’ নির্দিষ্ট ফি জমা দেওয়ার বিনিময়ে যাচাই করতে পারবেন। মামলাকারীদের বক্তব্য, সেই যাচাই-করণের জন্য নির্দিষ্ট নীতি নির্বাচন কমিশন ঘোষণা করেনি। এবং ইভিএমের ‘মেমরিতে’ সম্ভাব্য কারচুপি পরীক্ষা করার জন্য উপযুক্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি যথেষ্ট নয়।
আরও পড়ুন: রাহুলের বিরুদ্ধে এফআইআর নিয়ে কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী?
দেখুন অন্য খবর: