দিল্লি: ২০২০ সালে দিল্লিতে (Delhi) সিএএ (CAA) বিরোধী আন্দোলনে যে হিংসা ছড়িয়েছিল, তাতে ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University) গবেষক তথা ছাত্রনেতা উমর খালিদ (Umar Khalid)। সেই থেকে তিনি জেলেই ছিলেন। জামিনের আর্জি করে জাচ্ছিলেন একাধিক আদালতে। তবে ষেষমেশ তাঁর জামন মঞ্জুর করল আদালত। বুধবার দিল্লির আদালত তাঁর ৭ দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। জানা গিয়েছে, পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জেএনইউ-এর ছাত্রনেতাকে জামিন দিয়েছে আদালত। তবে তাঁর এই জামিন শর্তসাপেক্ষ। কারণ, আদালত জানিয়ে দিয়েছে, জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্র তাঁকে জেলে এসে আত্মসমর্পণ করতে হবে।
উল্লেখ্য, ২০২০ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে হিংসার ঘটনা ঘটে দেশের রাজধানী দিল্লিতে। সেই ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল। পাশাপাশি, আহত হয়েছিলেন ৭০০-র বেশি মানুষ। এই হিংসার ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র করার অভিযোগে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা ছাত্রনেতা উমর খালিদকে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সেই থেকে জেল হেফাজতে রয়েছেন তিনি।
আরও পড়ুন: হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের মহড়া
প্রথমে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন উমর খালিদ। সেখানে আর্জি খারিজ হয়ে যায়। তারপর সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। তারপর এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। পরে সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে উমর ফের করকরডুমা আদালতে জামিনের আর্জি করেন। সেখানেও বেশ কয়েকবার ধাক্কা খান তিনি। যদিও এর আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে একবার ৭ দিনের জন্য জামিন পেয়েছিলেন এই ছাত্রনেতা। তারপর তাঁর এই দ্বিতীয় জামিন।
দেখুন আরও খবর: