গজকেশরী রাজযোগ, এই সুন্দর সময়। চন্দ্র এবং বৃহস্পতি একই রাশিতে অথবা একে অপরের কেন্দ্রে অবস্থান করে, তখন গজকেশরী রাজযোগ তৈরি হয়। এই যোগ একজন ব্যক্তিকে সাফল্য এনে দেয়। আর্থিক দিক দিয়েও লাভবান হয় জাতক জাতিকারা।
মেষ রাশি- প্রশংসনীয় ভাগ্যের উন্নতি। কর্মে সুনাম বৃদ্ধি, প্রতিপত্তি। সৌভাগ্যের দুয়ার খুলে যাবে। দীর্ঘদিন ধরে আটকে কাজগুলির গতি পাবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য পরিবেশ অনুকূল। আর্থিক উন্নতি। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে।
তুলা রাশি-কর্কট রাশিতে চন্দ্রের প্রবেশের ফলে সৃষ্ট গজকেশরী রাজযোগ তুলা রাশির শুভ বলে বিবেচিত হবে। সমাজে আপনার সম্মান, পরিচিত বাড়বে। চাকরি ক্ষেত্রে কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়।
আরও পড়ুন- শনিদেবের দৃষ্টি ৪ রাশির উপরে, ২৮ নভেম্বরের পরে ভাগ্যের মোড় ঘুরবে
কর্কট রাশি- সুন্দর সময় আসতে চলেছে। গজকেশরী রাজযোগে এই রাশির আত্মবিশ্বাস বাড়বে। সমাজে নাম, যষ সম্মান আসবে। চাকরি ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। অপ্রত্যাশিত সুযোগ আসবে জীবনে। দাম্পত্য জীবন সুখের হবে।
সিংহ: কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে এবং উন্নতিতে বিশেষ সুযোগ আসবে। বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্য আপনার সহায় হবে। চাকরি ক্ষেত্রে অভাবনীয় সুযোগ আসবে। নতুন চাকরির সুযোগ আসবে। শিক্ষার্থীদের ভালো সময় আসবে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। দীর্ঘদিনের রোগ-ভোগ থেকে মুক্তি।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







