হিমাচল প্রদেশ: পাহাড়ের ঢাল ধরে চলার পথে দুর্ঘটনার কবলে হিমাচল প্রদেশে (Himachal) যাত্রীবাহী একটি বাস । ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার কুলুর আনি মহকুমা অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ে যায় বাসটি। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের। বাসে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে রয়েছে পুলিশের একটি বাহিনী।
কুলুর জেলাশাসক তরুল এস রবীশ (District Magistrate of Kulu Tarul S Ravish) জানিয়েছেন, যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবার পথে নামলেন বিশ্ব হিন্দু পর্ষদের সদস্যরা
জেলা প্রশাসনের একটি দলও দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। এদিন উদ্ধারকাছে পুলিশের সঙ্গে হাত লাগায় স্থানীয়রা। প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষ। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তাদের রামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বিকট শব্দ শুনেই তারা ছুটে আসেন। দুর্ঘটনার তীব্রতায় বাস থেকে ছিটকে পাহাড়ি রাস্তায় পড়ে বেশ কয়েকজন যাত্রী। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
গত মাসেই উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় যাত্রীদের নিয়ে খাদের মধ্যে পড়ে একটি বাস। দুর্ঘটনায় প্রায় দুশো মিটার নীচে গিয়ে পড়েছিল বাসটি। দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছিল। আহতের সংখ্যা ছিল ২৭। বাসটিতে চালক ও কন্ডাক্টর সমেত ৬১ জন যাত্রী ছিলেন।
দেখুন অন্য খবর: