জগন্নাথ সামন্ত, হাওড়া: প্রেমিকের যৌনাঙ্গে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকার। হাওড়ার (Howrah) ডোমজুড় থানার (Domjur thana) পুলিশের হাতে আটক প্রেমিকা। ঘটনাস্থল ডোমজুড়ের পার্বতীপুর।
অভিযোগ গতকাল রাতে শেখ কাইফকে ফোন করে ডাকে প্রেমিকা সুমাইয়া খাতুন। এরপরে সুমাইয়ার বাড়ির পাশে একটি বাঁশ বাগানে ধারালো অস্ত্র দিয়ে কাইফের যৌনাঙ্গে একাধিক আঘাত করে সুমাইয়া।
সুমাইয়ার পরিবারের দাবি, কাইফ বেশ কয়েকদিন ধরে তাঁদের মেয়েকে উক্ত্যক্ত করছিল, সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন: আজ ফের দিল্লি চলোর ডাক কৃষকদের
তবে পুলিশের দাবি, সুমাইয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত প্রেমিক ভর্তি হাসপাতালে।
সারপ্রাইস গিফট দেওয়ার জন্য, আগে ছেলেটির চোখ ও হাত বেঁধে দিয়েছিলো মেয়েটি। তারপরেই চলে নির্মম অত্যচার।
দেখুন অন্য খবর: