তেল আভিভ: ইরান-ইজরায়েল সংঘাত তুঙ্গে! হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর ‘বদলা’ নিতে ইজরায়েলের উপর একের পর এক হামলা চালিয়েছে তেহরান। ইজরায়েল জুড়ে আছড়ে পড়ে প্রায় ২০০টি ব্যালিস্টিক মিসাইল। নিশানা করা হয়েছিল মোসাদের সদর দপ্তর। তবে রক্ষা পায় ইজরায়েলের গুপ্তচর সংস্থা। এরপরই পালটা আক্রমণের হুঁশিয়ারি তেল আভিভের।
এই পরিস্থিতিতে গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লা আলি খামেনেই। তবে কি এবার প্রাণসংশয়ের সম্ভবনা আছে তাঁর ? বহুদিন ধরে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল্লাহকে টার্গেট করে লেবাননে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইজরায়েলিরা। প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।
আরও পড়ুন: ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন কমলা হ্যারিস
শনিবার ইজরায়েলি হামলায় নিহত হন নাসরাল্লা। রয়টার্স সূত্রে খবর, এর ঘটনার পর ইজরায়েলের বুকে তীব্র আক্রমণ শানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন খামেনেই। তেল আভিভ-সহ ইজরায়েলের বিভিন্ন শহরে আছড়ে পড়ে একের পর এক ইরানি মিসাইল। কিন্তু এই হামলায় ইজরায়েলে প্রাণহানি ঘটেনি।তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে মোসাদের সদর দপ্তরের ৩ কিলোমিটার দূরে। বড় মাপের গর্ত হয়ে যায় রাস্তায়।
হামলার পর ইজরায়েলকে সতর্ক করেছে আমেরিকা।তেহরান মিসাইল ছোড়ার আগে নাগরিকদের সাবধান করে দেয় ইজরায়েলি প্রশাসন। সাইরেন শুনে বাঙ্কারে লুকিয়ে পড়ে আমজনতা।
দেখুন আরও খবর: