আলিপুরদুয়ার: ভুটান সীমান্তে তোর্ষা নদীতে (Torsha River) বাঁধ নির্মাণের (Construction Torsha River Dam) দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন জয়গাঁ ছোটা মেচিয়ার বাসিন্দারা। তোর্ষার ভাঙনে গত বছরে অনেক বাসিন্দার ঘর নদীর গর্ভে চলে গিয়েছে। সামনেই বর্ষাকাল। কিন্তু নদীতে বাঁধ নির্মাণের কাজ হচ্ছে না, এই নিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। শনিবার বাসিন্দারা আলিপুরদুয়ার (Alipurduar) জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের কাছে বাঁধ নির্মাণের দাবি জানান। বাসিন্দারা জানান, নদীর ভাঙনে গত ২ বছরে এলাকার প্রায় ৪৫টি বাড়ি নদীর গর্ভে চলে গিয়েছে। আরও ৭৫টি ঘর নদীর গর্ভে যাওয়ার পথে।
আরও পড়ুন: মকর সংক্রান্তির আগেই পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে
এলাকার বাসিন্দারা জানান তোর্ষা নদীর ভাঙনে গত ২ বছরে এলাকার প্রায় ৪৫ টি বাড়ি নদীর গর্ভে চলে গিয়েছে। মদীর পাড়ের যা অবস্থা প্রায় ৭৫টি ঘর নদীর গর্ভে যাওয়ার পথে। যদি শীঘ্র এলাকায় বাঁধ নির্মাণের কাজ না হয় তাহলে কেউ থাকতে পারবে না। এছাড়া যাদের ঘর ও জমির নদীর চলে গিয়েছে তাদের পাশে দাঁডাক প্রশাসন। তাদের পুনবাসন দিক সরকার।
আরও অন্য খবর দেখুন: