Sunday, August 3, 2025
HomeScrollইডির জালে বালু, খাদ্য দফতরের প্রশংসায় কেন্দ্র

ইডির জালে বালু, খাদ্য দফতরের প্রশংসায় কেন্দ্র

গ্রেফতারের কথা বিধানসভার স্পিকারকে জানাল ইডি

Follow Us :

কলকাতা: প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিককে (Jyotipriya Mallick) রেশন দুর্নীতিতে (Ration Distribution Case)  ইডির হাতে গ্রেফতার হয়েছেন। এই মুহূর্তে তিনি অ্যাপোলো হাসপাতালে ভর্তি। এরই মধ্যে তাঁর পক্ষে একটি সুখবর এল সোমবার। খাদ্য দফতরের (Food Department) ভূমিকায় কেন্দ্রীয় সরকার খুশি। এই দফতর গণবণ্টনে উল্লেখযোগ্য কাজ করায় কেন্দ্র স্বীকৃতি দিয়েছে তাদের। গণবণ্টনের ডিজিটাইজড ব্যবস্থারও প্রশংসা করেছে কেন্দ্র।

এদিকে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ইডি প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রীকে গ্রেফতারের কথা জানাল। স্পিকারও ইডিকে একটি পাল্টা চিঠি দিয়ে বলেন, কখন কোথা থেকে মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, তাদের চিঠিতে তার কোনও উল্লেখ নেই। সেসব তথ্য অতি দ্রুত ইডিকে জানাতে বলেছেন স্পিকার।

আরও পড়ুন: ভালো আছেন বালু, জানিয়ে দিল মেডিক্যাল বোর্ড

এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সময়মতো বিধানসভায় না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিতর্কও দেখা দেয়। কেন্দ্রীয় সংস্থা দাবি করে, তারা সময়মতোই বিধানসভার স্পিকারকে সেই তথ্য জানিয়েছিল।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39