কলকাতা: মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বিদ্ধ বাংলা। যার জেরে ভারী বৃষ্টি শুরু হয়েছে বুধবার থেকে। বৃহস্পতিবার দিনভর কোথাও ভারী তো কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার দফতরের পূর্বাভাস সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস মেনেই শুক্রবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও হালকা-মাঝারি তো কোথাও ভারী শুরু হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে। আজ কলকাতায় ভারী বৃষ্টির (Kolkata Heavy Rain) পূর্বাভাস নেই। তবে শহরে আজও হালকা বৃষ্টি সহ বজ্রপাত জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে।জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনায় দিনভর কখনও হালকা তো কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের বাকি সময় মাঝারি বৃষ্টি এবং কয়েক দফা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। শনি এবং রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণের প্রায় প্রতিটি জেলায়। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির (South Bengal Rain Forecast) পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার আনিসুর ও তাঁর ভাই
উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুধু পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ারে।
সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।