কলকাতা: দূর্গাপুজোর (Durga Puja 2023) ৬ দিন রেকর্ড আয় করল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল। চলতি বছরে মহালয়া পর থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পরেছিল সাধারণ মানুষ। কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সবচেয়ে কম সময়ে পৌঁছে যাওয়ার একমাত্র উপায় কলকাতা মেট্রো। পুজোর দিনগুলিতে মেট্রোয় উপচে পড়া ভিড় দেখা গিয়েছে গিয়েছে। পঞ্চমী ও ষষ্ঠীতে বেশি ভিড় হয়েছে মেট্রোতে।
পুজোয় প্রতিদিন মেট্রো ভিড় ঠাসা ছিল। যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল মেট্রোর উত্তর-দক্ষিণ ব্লু লাইনে। মেট্রো রেল সূত্রে যে পরিসংখ্য়ান সামনে এসেছে তা বেশ চমকপ্রদ। মেট্রো সূত্রে খবর, পুজোর কয়েকটা দিন সবচেয়ে বেশি যাত্রী হয়েছে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। এই ৬ দিনে কলকাতা মেট্রো প্রায় ৪২ লক্ষ যাত্রী যাতায়াত করেছে। এরফলে মেট্রোর আয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, উত্তর-দক্ষিণ মেট্রোয় যাত্রী সবচেয়ে বেশি হয়েছে। উত্তর-দক্ষিণ মেট্রো ৩৯,৪৬,৯৪৫ জন যাত্রী যাতায়াত করেছেন। ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রীর সংখ্যা ছিল ২,১৬,৫৮১ জন এবং পার্পল লাইমে মহাপঞ্চমী ও মহাষষ্ঠীতে ১,৮০৭ জন যাত্রী যাতায়াত করেছেন।
আরও পড়ুন: এসএসকেএম-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ উধাও
অন্যদিকে যাত্রীর নিরিখে সব চেয়ে বেশি ভিড় হয়েছে দমদম স্টেশনে। যাত্রীর সংখ্যা ছিল প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫৭ জন। এরপরই রয়েছে কালীঘাট স্টেশন। সেখান দিয়ে ৩ লক্ষ ৬৮ হাজার ৮৩০ জন যাত্রী যাতায়াত করেছেন। ২,৭৩,০৯৮ জন যাত্রী যাতায়াত করেছেন শোভাবাজার সুতানুটি থেকে। ইস্ট ওয়েস্ট মেট্রোয় শিয়ালদহে ৮২,৯৪৪ যাত্রী যাতায়াত করেছেন, সল্টলেক সেক্টর ফাইভে ৩১,২৫৫ এবং করুণাময়ীতে ২৬,৩৪৯ জন যাত্রী যাত্রী যাতায়াত করেছেন।
আরও অন্য খবর দেখুন