বাঁকুড়া: হাসপাতালের (Hospital) পরিচ্ছন্নতা (Clean) নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই এবার হাসপাতাল চত্বর সাফাইয়ে নামলেন বিধায়ক সহ এলাকার জনপ্রতিনিধিরা। হাসপাতাল চত্বরের ঝোপঝাড় কেটে, জমা জল সরিয়ে নিজে হাতে কীটনাশক ও জীবাণুনাশক ছড়ালেন বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিরা। তবে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা নিয়ে লাগাতার আন্দোলনে চাপে পড়ে এখন নাটক করছেন বিধায়ক।
বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। চিকিৎসা পরিসেবা সংক্রান্ত অভিযোগ তো আছেই, সঙ্গে বর্ষা পড়তেই যুক্ত হয়েছে পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ। হাসপাতাল চত্বরে জমা জল নিকাশি নিয়ে বারবার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। জঞ্জাল সাফাই ও হাসপাতাল চত্বরে ক্রমবর্ধমান ঝোপঝাড় পরিস্কার করা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে রোগী ও রোগীর পরিজনদের। এই সব অভিযোগকে সামনে রেখে সম্প্রতি আন্দোলনেও নামতে দেখা যায় বিজেপিকে। এই পরিস্থিতিতে এবার হাসপাতাল চত্বর সাফাইয়ে কোমর বেঁধে নামতে দেখা গেল এলাকার বিধায়ক অলোক মুখোপাধ্যায় এবং অন্যান্য জনপ্রতিনিধিদের। রবিবার সকাল থেকে হাসপাতালের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন করতে হাত লাগান বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বিধায়কের দাবি, সারা রাজ্যেই এই বর্ষার মরসুমে ডেঙ্গি ও ম্যালেরিয়া দাপট দেখাচ্ছে। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিজনদের কথা ভেবেই এই সাফাই অভিযান করা হয়েছে।
আরও পড়ুন: রাহুল অখিলেশের যুগলববন্দীতে ব্যাকফুটে বিজেপি?
আরও খবর দেখুন