ওয়েবডেস্ক- এসসিও সামিটে (SCO Summit) যোগ দিতে চীনে (China) রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গালওয়ান (Galwan) সংঘর্ষের পর দীর্ঘ তিক্ততা কাটিয়ে অবশেষে হাতি ও ড্রাগনের দেশ পাশাপাশি। আজ দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই রাষ্ট্রপ্রধানের যে হাসিমুখ সামনে এসেছে, তা গোটা বিশ্বের কাছে বিরাট বার্তা। মোদি (Narendra Modi) ও জিনপিং (President Xi Jinping) দুজনেই দেশের স্বার্থের কাছাকাছি আসার বার্তা দিয়েছেন। চীনের পা রাখার পরেই, মোদিকে ড্রাগনের দেশে আসার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সরকারি অনুষ্ঠান এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে শি জিনপিংয়ের পছন্দের চীনের তৈরি গাড়িতে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল পতাকা নামেও পরিচিত, হংকি (“Made in China” Hongqi car) এল৫ গাড়িটি ২০১৯ সালে মহাবালিপুরমে প্রধানমন্ত্রী মোদির সাথে দেখা করার সময় শি জিনপিং ব্যবহার করেছিলেন।
চীনের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সরকারের আমন্ত্রণে এসসিও সম্মলেনে যোগ দিতে এই দেশে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই দেশে দুই দিনের অবস্থানকালে জিনপিং সরকার তাঁর পছন্দের ‘মেড ইন চায়না’ হংকি গাড়ি প্রদান করেছে। রাষ্ট্রপতি শি জিনপিংয়ের এটি অত্যন্ত পছন্দের গাড়ি। সরকারি সফরের সময় এই গাড়িই ব্যবহার করেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন- ‘ড্রাগন ও হাতি’কে একসঙ্গে আসার বার্তা দিলেন শি জিনপিং
“মেড ইন চায়না” এর প্রতীক দেওয়া হংকি একটি ঐতিহ্যবাহী বিলাসবহুল গাড়ি। এর ইতিহাস শুরু হয় ইতিহাস ১৯৫৮ সালে। যখন রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্স্ট অটোমোটিভ ওয়ার্কস (FAW) চীনের কমিউনিস্ট পার্টির অভিজাতদের জন্য এটি চালু করে। হেলিকপ্টারের থেকেই রাষ্ট্রপতি শি জিনপিংয়ের কাছে প্রথম পছন্দের হল ‘মেড ইন চায়না’ হংকি গাড়ি। যা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অফ চায়না (সিপিসি) এর প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের সময় নেতারা ব্যবহার করতেন। চীনা ভাষায় হংকির অর্থ লাল পতাকা।
দেখুন আরও খবর-