কলকাতা: পুজোর আগে রাজ্য প্রশাসনে (Administration) সবথেকে বড় বদলি। ৪৭৯ জন ডব্লুবিসিএস অফিসারকে রদবদল করল নবান্ন (Nabanna)। যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। ৪৭৯ জন ডব্লুবিসিএস অফিসারদের মধ্যে ৩৬৯ জন ডাবলুবিসিএসকে বিডিও পর্যায় রদবদল করা হল। রাজ্যের বেশিরভাগ ব্লকের বিডিও রদবদল করল নবান্ন। পাশাপাশি কয়েকজন ডাবলুবিসিএস অফিসার কে নতুন পোস্টিং বা দায়িত্বে দেওয়া হল। পুজোর আগে সব থেকে বড় বদলি রাজ্য প্রশাসনে। গতকাল প্রায় ১৫০ জন অফিসারের বদলির অর্ডার করেছিল নবান্ন। যার মধ্যে ডব্লিউবিসিএস রানকের অফিসাররাও ছিলেন। মঙ্গলবার তার মধ্যে সবথেকে বড় রদবদল রাজ্য প্রশাসনে। আগামী লোকসভা ভোটের আগে এই রদবদল করা হয়েছে। কারণ, একই পদে কার্যকালের মেয়াদ তিন বছর হয়ে গিয়েছে। ফলে জাতীয় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ভোটে তাঁদের কাজে লাগানো যেত না। সেই কারণে এই বদলি।
আরও অন্য খবর দেখুন
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)