Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsরাষ্ট্রপতির হাত থেকে সেরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন আলিয়া

রাষ্ট্রপতির হাত থেকে সেরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন আলিয়া

Follow Us :

নয়াদিল্লি: মঙ্গলবার দিল্লিতে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হল এক অনাড়ম্বর অনুষ্ঠানে। রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিলেন বিজয়ীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। গত অগাস্ট মাসেই জাতীয় চলচিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল।

সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারী’ ছবিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট। স্বামী রণবীরের হাত ধরে বিয়ের শাড়িতে সেজে অনুষ্ঠান স্টোল উপস্থিত হন আলিয়া। রণবীরকে ছায়াসঙ্গীর মতো প্রায় সারাক্ষণই স্ত্রীর পাশে ঘুরতে দেখা যায়। মোবাইলে অনবরত ছবি তোলেন তিনি।

সারোগেসি মা-কে নিয়েই তৈরি হয়েছিল ‘মিমি’ সিনেমার গল্প। এই সিনেমায় অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পান কৃতী শ্যানন। ওই ছবিতেই সেরা পার্শ্ব অভিনেতার জন্য পুরস্কার জেতেন পঙ্কজ ত্রিপাঠী ওরফে।

২০২১ সালের সবচেয়ে বিতর্কিত সিনেমা অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’। সেই সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান পেয়েছেন পল্লবী জোশি।

বিজয়ীদের মধ্যে ছিলেন অভিনেতা অল্লু অর্জুন। যিনি ‘পুষ্পা’: দ্য রাইজ’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

এরপর ‘রকেট্রি’: দ্য নাম্বি এফেক্ট’ সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে। ‘কাশ্মীর ফাইলস’ জাতীয় সংহতির জন্য নার্গিস দত্ত পুরস্কার পেয়েছে।

সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল এবারও প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার পেলেন। এই নিয়ে ৫ বার তাঁর হাতে উঠল জাতীয় পুরস্কার।

সুজিত সরকারের ঐতিহাসিক ছবি ‘সর্দার উধম’ বেশ কিছু পুরস্কার জিতেছে। সেরা হিন্দি ছবির পাশাপাশি এটি সেরা সিনেমাটোগ্রাফি (অভিক মুখোপাধ্যায়), সেরা অডিওগ্রাফি (সিনয় জোসেফ), সেরা প্রোডাকশন ডিজাইন (দিমিত্রি মালিচ এবং মানসী খুব মেহতা) এবং সেরা কস্টিউম ডিজাইন (বীরা কপুরই) পুরস্কারও জিতেছে।

করণ জোহরও ‘শেরশাহ’ ছবির প্রযোজনার জন্য জাতীয় পুরস্কার পান।

RELATED ARTICLES

Most Popular