Thursday, August 21, 2025
HomeScrollআসছে ইব্রাহিম আলি খানের প্রথম সিনেমা ‘নাদানিয়া’

আসছে ইব্রাহিম আলি খানের প্রথম সিনেমা ‘নাদানিয়া’

কলকাতা: করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘নাদানিয়া’ (Nadaniyan) ছবির মাধ্যমে সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) বলিউডে পা রাখতে চলেছেন। অবশেষে মুক্তি পেতে চলেছে ইব্রাহিমের প্রথম সিনেমা ‘নাদানিয়া’। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর (Khushi Kapoor)। ইতিমধ্যেই সিনেমার প্রথম গান প্রকাশ হয়েছে। যা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ইব্রাহিম ও খুশির বাবা মায়ের ভূমিকায় এই ৪ সেলিব্রেটি।

আরও পড়ুন: মহাকুম্ভে পুণ্যস্নান রচনা

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘নাদানিয়া’ ছবির মাধ্যমে ইব্রাহিমের অভিনয় যাত্রা শুরু হচ্ছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘ইশক মে’, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ভাইয়ের প্রথম সিনেমা ও গান নিয়ে উচ্ছ্বসিত সারা আলি খান। ইনস্টাগ্রামে ‘ইশক মে’ গানটি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার ভাইয়ের প্রথম গান! সিনেমায় ইব্রাহিম এবং খুশির বাবা মায়ের ভূমিকায় অভিনয় করেছেন এই চার তারকা। ইব্রাহিম এবং খুশির অনস্ক্রিন বাবা-মায়ের ছবি সবার সামনে এসেছে। ইব্রাহিমের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা এবং যুগল হংসরাজ। ছবিতে ইব্রাহিমের দুই পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা দুজনকে। খুশি কাপুরের বাবা মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন সুনীল শেট্টি এবং মহিমা চৌধুরী। বহুদিন পরে সুনীল এবং মহিমা একসঙ্গে অভিনয় করতে চলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dharmatic (@dharmaticent)

অন্য খবর দেখুন

Read More

Latest News