ওয়েব ডেস্ক: আমেরিকার মসনদে ফের প্রত্যাবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এবার আমেরিকায় নিজের মসনদে ফের প্রত্যাবর্তন করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেলেন আমেরিকা সফরে। আজ অর্থাৎ বৃহস্পতিবার আমেরিকায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মোদি। রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। আর দুই রাষ্ট্রনেতার মধ্যে কী বৈঠক হতে পারে এখন সেদিকেই সকলের নজর।
আরও পড়ুন: যাত্রীদের জন্য খারাপ খবর, ৮ দিন বন্ধ থাকবে মেট্রো
রাজনৈতিক মহলে, নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়ন কারুর কাছেই অজানা নয়। বিভিন্ন সময় দুই রাষ্ট্রনেতাই একে অপরের সঙ্গে দেখা করেন, এবং প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা যায়। তবে এবার মনে করা হচ্ছে বৈঠক একটু আলাদা হতে চলেছে, কারণ এবার অবৈধভাবে বসবাসকারী এবং ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে বিতর্ক রয়েছে, আর যা নিয়ে হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা। শুধুতাই নয়, আর কোন কোন বিষয় উঠে আসে এখন সেদিকেই সকলের নজর।
দেখুন অন্য খবর