লন্ডন: ব্রিটেনে লেবার পার্টির নেতা তথা ভাবী প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে (Kier Starmar) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার কথা জানান তিনি। এক্স হ্যান্ডলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনককেও।
১৪ বছর পরে ক্ষমতার পালাবাদলের বার্তা নিয়ে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ৩২৬। ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজার্ভেটিভ পার্টির দ্বিগুণ ভোট ও তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মার।
আরও পড়ুন: অবশেষে বিধানসভায় শপথ সায়ন্তিকা-রেয়াতের
পরিবর্তনের কাজ আজ থেকে শুরু হবে বললেন স্টার্মার। লেবার পার্টির বিপুল জয়ের পর এমন বললেন দলের শীর্ষ নেতা স্টার্মার। ১৪ বছর পর ব্রিটেনে ক্ষমতায় ফিরছে লেবার পার্টি। গত নির্বাচনের থেকে তারা ২১১টি আসন বেশি পেতে চলেছে। সুনকের কনজার্ভেটিভ পার্টি হারাতে চলেছে ২৫০টি আসন।
কনজার্ভেটিভ পার্টির শোচনীয় পরাজয় হলেও রিচমন্ড অ্যান্ড নর্থ অ্যালার্টন আসনে জিতলেন ঋষি সুনক। দলের সমর্থকদের উদ্দেশে সুনক বলেন, লেবার পার্টি সাধারণ নির্বাচনে জিতেছে। আমি কিয়ের স্টার্মারকে ফোন করে এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আজই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। আমি দুঃখিত। এই পরাজয়ের দায় স্বীকার করছি।
আরও খবর দেখুন