Sunday, August 3, 2025
HomeScrollএক দেশ দুই রকমের টাকা, প্যাঁচে পড়ে নাভীশ্বাস সাধারণ মানুষের
Bangladesh currency

এক দেশ দুই রকমের টাকা, প্যাঁচে পড়ে নাভীশ্বাস সাধারণ মানুষের

পুরাতন তুলে কবে নতুন নোট, এখনও সঠিক দিশা দেখাতে পারেনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার

Follow Us :

ওয়েবডেস্ক- এক দেশ দুই রকমের টাকা (Note), প্যাঁচে পড়ে নাভীশ্বাস সাধারণ মানুষের। ইতিমধ্যেই বাংলাদেশের (Bangladesh Currency) নতুন ছাপানো নোট থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি (Bangabandhu Sheikh Mujibur Rahman) । সেই জায়গায় স্থান পেয়েছে বাংলাদেশের স্থাপত্যের ছবি।

২০ টাকার নোটে দিনাজপুরের কান্ত জিউয়ের হিন্দু মন্দিরের ছবি স্থান পেয়েছে। ৫০ টাকার নোটে আহসান মঞ্জিলের মুসলিম স্থাপত্যের ছবি স্থান পেয়েছে। ১০০০ টাকার নোটে বাংলাদেশের বৌদ্ধ বিহারের ছবি স্থান পেয়েছে। নতুন টাকা বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে শহরকেন্দ্রিক দশটি ব্যাংকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। সর্বোচ্চ ২০০ কোটি টাকা এখনও পর্যন্ত ছাপানো সম্ভব হয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে।

আগামী ৭ জুন তারিখ বকরিদ। তাই এই উৎসব উপলক্ষে ঈদের কেনাকাটা এখন তুঙ্গে।

আরও পড়ুন- বাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরল

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নতুন টাকা ছেড়েছে এমন খবর শহরের মানুষের কাছে থাকলেও, গ্রাম গঞ্জের সাধারণ মানুষের জনের কাছ থেকে পুরাতন নোট নিতে অস্বীকার করছে বিক্রেতারা।

তাদের দাবি, আগামী দিনে যদি এই তত্ত্বাবধায়ক সরকার পুরাতন নোট বন্ধ করে দেওয়া হয়েছে ঘোষণা করে. তাহলে পুরাতন নোট নিয়ে তারা ক্ষতির সম্মুখীন হবেন।

এই ধরনের বিষয়টি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়- আপাতত দুই ধরনের টাকায় চলবে সমগ্র বাংলাদেশ জুড়ে।

যদিও সম্পূর্ণ পুরাতন নোট তুলে নিয়ে ঠিক কবে নতুন সম সংখ্যক নোট ছাপানোর কাজ সম্পন্ন হবে বা বাজারে আনা হবে তার কোন সঠিক দিশা এখনও দিতে পারেনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার।

তাহলে বাংলাদেশের নতুন ছাপানো নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি সরিয়ে ফেলার বিতর্কের মধ্যেই, এবার পুরাতন নোট বাতিল করে কবে সময় সংখ্যক নতুন নোট বাজারে ছাড়া হবে সেই বিষয়টি নিয়েও এবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

দেখুন আরও খবর-

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39