Friday, July 18, 2025
HomeScrollকমল হাসনের ছবিতে নিষেধাজ্ঞা, হাইকোর্টের দ্বারস্থ প্রযোজক
Karnataka High Court

কমল হাসনের ছবিতে নিষেধাজ্ঞা, হাইকোর্টের দ্বারস্থ প্রযোজক

দীর্ঘ দিন কমল হাসন এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মণি রত্নম জুটি বেঁধেছেন

Follow Us :

ওয়েব ডেস্ক: কমল হাসন (Kamal Hasan) অভিনীত ‘থাগ লাইফ’ (Thug Life) সিনেমা রিলিজে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) দ্বারস্থ হলেন চলচ্চিত্রটির প্রযোজক। ৫ জুন মুক্তি পেতে চলেছে ‘থাগ লাইফ’ বা ঠগীর জীবন শীর্ষনামের চলচ্চিত্র। তার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসন। কর্নাটকে চলচ্চিত্রটির রিলিজের বিরুদ্ধে কর্নাটক চেম্বার অফ কমার্স যাতে কোনও ব্যবস্থা নিতে না পারে, এই আবেদন করে হাইকোর্টে গেল সংশ্লিষ্ট প্রযোজক সংস্থা।

আরও পড়ুন: বাংলাদেশিদের ফেরত পাঠানো অসম সরকারের বিরুদ্ধে মামলায় কী বলল সুপ্রিম কোর্ট 

১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইন অনুযায়ী চলচ্চিত্রটি প্রয়োজনীয় শংসাপত্র পাওয়া সত্ত্বেও ওই রাজ্যে চলচ্চিত্রটির রিলিজে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দীর্ঘ পরিশ্রমের ফলে ১৯৮৭ সালের পর ফের একবার কমল হাসন এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মণি রত্নম (Mani Ratnam) জুটি বেঁধেছেন। যে কারণে এই চলচ্চিত্রটিকে ঘিরে দর্শকদের মধ্যে যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে, তা ওই নিষেধাজ্ঞার ফলে প্রভূতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বলে দাবি মামলাকারীর।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39