কলকাতা: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ যুক্তি দিয়েই খণ্ডন করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আইনজীবী সঞ্জয় বসু। রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বুধবার তার প্রথম শুনানি হয়। বিচারপতি কৃষ্ণা রাও এই মামলা প্রত্যাহার করে নতুন মামলা ফাইল করার নির্দেশ দেন।
এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী বলেন, আমরা শুনেছি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি মানহানির মামলা করা হয়েছে। রাজভবনে মহিলারা নিরাপদ নন বলে মন্তব্য করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওই মামলা হয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি মহিলাদের যন্ত্রণার কথা বেশি করে জানবেন। সঞ্জয় বলেন, আমরা এখনও মামলার কপি পাইনি। তবে এটা বোঝা যাচ্ছে, রাজ্যপাল এই মামলার মাধ্যমে অন্য রাজনৈতিক ইস্যুকে জড়িয়ে নিয়েছেন। এই মানহানির মামলা করে তিনি দুই নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণেও জটিলতা তৈরি করছেন। উপযুক্ত যুক্তি দিয়েই আমরা সব অভিযোগ খণ্ডন করব।
আরও পড়ুন:পাঁচ মাস পরে জেল থেকে ছাড়া পেলেন আরাবুল
এদিকে নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর হয়ে আইনি লড়াই করবেন রাজ্যের দুই প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং জয়ন্ত মিত্র। তাঁরা দুজনেই মেয়াদ শেষ হওয়ার অনেক আগে এজির পদ ছেড়ে দেন। সূত্রের খবর, বিভিন্ন ইস্যুতে সরকারি প্যানেলে থাকা আইনজীবীদের সঙ্গে মতবিরোধের কারণেই তাঁরা দুজনে সরে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মানহানির মামলায় তাঁর হয়ে সৌমেন্দ্রনাথ এবং জয়ন্তর লড়াই করার ঘটনা বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও মুখ্যমন্ত্রীর হয়ে আইনি লড়াই করবেন সঞ্জয় বসু, রাজ্যের বর্তমান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রমুখ। উল্লেখ্য, কিশোরও মাঝপথে এজির পদ ছেড়ে দিয়েছিলেন। পরে আবার তাঁকে এজি করা হয়।
অন্য খবর দেখুন