Saturday, July 5, 2025
HomeScrollপানের পিক ফেলা নিয়ে হোটেলে ধুন্ধুমার, গণপ্রহারে জখম ৪
Khidirpur

পানের পিক ফেলা নিয়ে হোটেলে ধুন্ধুমার, গণপ্রহারে জখম ৪

গণপ্রহার মানতে নারাজ পুলিশ, গ্রেফতার ১০

Follow Us :

কলকাতা: এবার খাস কলকাতাতেই গণপিটুনির অভিযোগ। জানা গিয়েছে, বারাণসী থেকে ৪জন আসে একবালপুরে। ওই চারজন একবালপুরের (Ekbalpur) রাজকীয় বেঙ্গল গেস্ট হাউসে ওঠে। গেস্ট হাউজের সামনে বসে থাকা কয়েকজনের সঙ্গে তাদের ঝামেলা হয়। গেস্ট হাউজ কর্তৃপক্ষের বক্তব্য, তাঁদের এক গেস্টের পানের পিক ফেলা নিয়ে ঝামেলা বাঁধে। আহতরা ইকবালপুর হাসপাতালে (Ekbalpur Hospital) ভর্তি। যদিও পুলিশের দাবি, এটা গণপিটুনির ঘটনা নয়। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে উত্তর প্রদেশ থেকে আসা ওই যুবকদের ঝামেলা বাধে। দুপক্ষই বিরুদ্ধে একে অপরকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খিদিরপুরে (Khidirpur) এক গেস্ট হাউজের (Khidirpur Guest House) সামনে এক যুবকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। তারা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। সোমবার রাতে খিদিরপুরের ওই গেস্ট হাউজে ভিন রাজ্যের কয়েকজন যুবক। গেস্ট হাউজ কর্তৃপক্ষের বক্তব্য, হোটেলের বাইরে পানের পিক ফেলা নিয়ে তাদের সঙ্গে ঝামেলা বাধে গেস্ট হাউজের সামনে বসে থাকা কয়েকজনের সঙ্গে। মুহূর্তের মধ্য়ে তা হাতাহাতিতে পৌঁছে যায়। এরপর এলাকার এক যুবক বাইরে থেকে ১০ থেকে ১২ জনকে এনে তাদের গেস্ট হাউসের ঘর থেকে টেনে বার করে এনে মারধর করা হয়।

আরও পড়ুন: মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করায় ধৃত তৃণমূল কর্মীকে বিকেলেই মুক্তির নির্দেশ

আহতদের উদ্ধার করে ইকবালপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তরা এই ঘটনাকে গণপিটুনি বলে দাবি করেছেন। যদিও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন গেস্ট হাউজের ম্যানেজার। পুলিশ গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ স্থানীয়দের সামনেই দেখেছে। ঘটনায় ১০কে গ্রফতার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতের তোলা হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39