Thursday, December 25, 2025
HomeScroll‘বড়দিন’ প্রথম বার্তাতেই ‘বিকৃত অর্থনীতি’র প্রসঙ্গ পোপ লিও’র মুখে
pope Leo XIV

‘বড়দিন’ প্রথম বার্তাতেই ‘বিকৃত অর্থনীতি’র প্রসঙ্গ পোপ লিও’র মুখে

আজকের দিন গোটা বিশ্বের কাছে শান্তি বজায় রাখার আহ্বান

ওয়েবডেস্ক-   আজ বড়দিন। ২৫ ডিসেম্বর (25 December)। বিশ্বজুড়েই এই দিনটি শ্রদ্ধার সঙ্গে প্রায় ধর্মালম্বী মানুষেরাই উদযাপন করে থাকেন। আনন্দে সামিল রোমের (Rome) ভ্যাটিকান সিটিও (Vatican City) । বড়দিন উপলক্ষে বুধবার প্রথম বার্তা দিলেন চতুর্দশ পোপ লিও (pope Leo XIV)। এই বার্তাতেই তাঁর মুখে শোনা গেল ‘বিকৃত অর্থনীতি’। সেইসঙ্গে বিশ্বজুড়ে গরিব-দুঃস্থ মানুষের পাশে সহযোগিতা বার্তাও দিয়েছেন পোপ।

আরও পড়ুন-  এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের ছবি অন্তর্ভুক্ত করল মার্কিন বিচার বিভাগ!

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু হলেন পোপ লিও। গোটা বিশ্ববাসীর কাছে ২৪ ঘণ্টা শান্তি বজায় রাখার আহ্বান জানালেন পোপ লিও। চতুর্দশ পোপ বলেছেন, ‘বিশ্বের অর্থনীতি আজ বিকৃত। এই অর্থনীতি আজ মানুষকে পণ্যে পরিণত করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মানুষের মধ্যে এক হতাশা সৃষ্টি হচ্ছে। অবিলম্বে পৃথিবীতে শান্তি ফেরার আবেদন। আজ আমরা এমন এক শিশুর জন্মদিন উদযাপন করছি, যার পরিবার হিংসার শিকার হয়েছিল।যখন আমরা শরণার্থীদের দূরে সরিয়ে দিই, যখন আমরা গৃহহীনকে উপেক্ষা করি। যখন আমরা অভিবাসীদের কষ্টকে উপেক্ষা করি, তখন আমরা স্বয়ং খ্রীষ্টকে দূরে সরিয়ে দিই।” দরিদ্র-দুঃস্থদের উপেক্ষা করা মানে অর্থ প্রভু যীশুকে উপেক্ষা করা।

গত ২১ এপ্রিল পোপ ফ্রান্সিসের মৃত্যুর তাঁর উত্তরসূরি হন চতুর্দশ লিও। তিনি সমাজ মাধ্যমে সক্রিয়।

দেখুন আরও খবর-

 

 

Read More

Latest News