সিউড়ি: অনুপস্থিত পঞ্চায়েত (Panchayat) প্রধানের (Prodhan) স্বামী। সেই জন্য প্রধানের চেয়ারে বসে পঞ্চায়েতের কাজ করছেন প্রধানের ভাসুর। ঠিক এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। (ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি ) যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বীরভূম জেলার রাজনীতিতে।
রাজনগর ব্লকের (Rajnagar Block) গাংমুড়ি জয়পুর পঞ্চায়েতের ঘটনা। সেখানে পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে স্বাক্ষর করছেন এবং পরামর্শ দিচ্ছেন দিলীপ সাহা নামক এক ব্যক্তি। কিন্তু তিনি বা তাঁর স্ত্রী কেউই এই পঞ্চায়েতের প্রধান নন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যিনি পঞ্চায়েত প্রধান তাঁর নাম তাপসী মন্ডল সাহা। আর তাঁরই ভাসুর হন এই দিলীপ সাহা। পঞ্চায়েত প্রধানের স্বামী কলকাতা পুলিশে কর্মরত হওয়াই পঞ্চায়েত প্রধান থাকেন কলকাতাতেই বলে অভিযোগ তুলেছে বিজেপি। আর তাই তাঁর হয়ে প্রধানের চেয়ারে বসে স্থানীয় মানুষদের পরামর্শ দেন ও স্বাক্ষর করেন এই দিলীপবাবু ।
আরও পড়ুন: চতুর্থী থেকে নবমী রাস্তা ও মণ্ডপে পুলিশ মোতায়েন থাকছে
দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, প্রধানের চেয়ারে বসে অন্য কেউ পঞ্চায়েত চালাতে পারেন না। পঞ্চায়েত দফতরের উচিত জনগণের স্বার্থে, আইনের স্বার্থে এই সমস্ত ঘটনাকে তদন্ত করা। যদি কেউ এরকম করে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াও প্রয়োজন।
ঘটনা প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, বিজেপির তরফ থেকে যেটা বলা হয়েছে তা সত্য নয়। প্রধান নিজেই সমস্ত কাজকর্ম করেন। দলীয় কাজের সঙ্গেও তিনি যুক্ত থাকেন। সমাজসেবামূলক কাজের সঙ্গেও তিনি যুক্ত থাকেন। এবং পঞ্চায়েতের বিশেষ বিশেষ কাজেও তিনি উপস্থিত থাকেন। বর্তমানে তাঁর স্বামী অসুস্থ থাকার জন্য তিনি বাধ্য হয়ে কিছুদিনের জন্য কলকাতা গিয়েছেন। সেটা নিয়ে বিরোধী পক্ষ অপপ্রচার করছে। মানুষ সময় মতো কাজ পাচ্ছেন সেটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে।
আরও খবর দেখুন