দিল্লি: ভারতের স্বাধীনতার আগেই একজন সফল শিল্পপতি হয়ে উঠেছিলেন রতন টাটা। তিনি শুধুমাত্র একজন ধনকুবের বা ব্যাবসায়ীই ছিলেন না, বরং ব্যক্তিগতভাবে একজন ভালো মানুষ ছিলেন। তাই রতন টাটার প্রয়াণে কেঁদেছে গোটা দেশ। আর এবার তাঁকে মরণোত্তর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সম্প্রতি রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন। তিনি সেই পোস্টে লেখেন, ‘সমাজের প্রতিটি স্তরে তাঁর শূন্যতা অনুভূত হচ্ছে, শুধু দেশেই নয়, সারা বিশ্বেই তাঁর অভাব অনুভূত হচ্ছে।’ উল্লেখ্য, গত ১০ অক্টোবর মুম্বইয়ের একটি হাসপাতালে রতন টাটা প্রয়াত হন।
তবে, রতন টাটাকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি ২৬/১১ মুম্বই হামলার কথা উল্লেখ করেন। এই জঙ্গি হামলার পর রতন টাটা দেশকে ঐক্যবদ্ধ রাখার প্রয়াসের কথা বলেছিলেন। সেই কথা স্মরণ করে মোদি লেখেন, ‘কোটি কোটি ভারতীয়ের জন্য, রতন টাটার দেশপ্রেম সংকটের মুহূর্তে সবচেয়ে উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ২৬/১১ সন্ত্রাসী হামলার পরে মুম্বইয়ের তাজ হোটেল পুনরায় চালু করা হয়েছিল। ভারত ঐক্যবদ্ধ। ভারত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।” রতন টাটার ব্যাবসায়িক দক্ষতা, সততা, এবং মূল্যবোধের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরে মোদি বলেন যে, তিনি ছিলেন ভারতীয় উদ্যোগের সর্বোচ্চ মানের একজন শিল্পপতি। তিনি যুব সমাজের অনুপ্রেরণা জন্য ছিলেন।
আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার যুবক, সুরক্ষিত যাত্রীরা
পাশাপাশি, গুজরাটে বেশ কয়েকটি প্রকল্পে রতন টাটার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী লেখেন যে, বিভিন্ন শাসন-সম্পর্কিত বিষয়ে অথবা নির্বাচনে জয়ী হওয়ার পরে তিনি প্রায়শই তাঁকে অভিনন্দন বার্তা পাঠাতেন। স্বচ্ছ ভারত মিশনের প্রতি রতন টাটার আন্তরিক সমর্থন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে তাঁর চিন্তাধারা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান যে, তিনি দেশের উন্নতির জন্য এই বিষয়গুলিকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করতেন।
দেখুন আরও খবর: