Sunday, July 27, 2025
Homeবিনোদনবাদশার জন্য ২০ বছরের অপেক্ষা রাজুর, কিন্তু কেন? 

বাদশার জন্য ২০ বছরের অপেক্ষা রাজুর, কিন্তু কেন? 

শাহরুখের ব্যক্তিত্বে মুগ্ধ রাজকুমার হিরানি

Follow Us :

মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘ডাঙ্কি’। এই প্রথম একসঙ্গে কাজ করলেন শাহরুখ খান এবং হিরানি। চলতি বছরে পরপর দুটো অ্যাকশন ফিল্মে দেখা গিয়েছে শাহরুখকে। দুটোই ১০০০ কোটির ব্যবসা করেছে বক্স অফিসে। কিন্তু ‘ডাঙ্কি’ (Dunki) একটু ভিন্ন ধরনের। কমেডি ড্রামা ঘরানার এই ছবি নিয়ে মুক্তির প্রথম দিনেই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনুরাগীরা বলছেন, শাহরুখ (Shah Rukh Khan) আর রাজকুমার হিরানির (Rajkumar Hirani) কেরিয়ারের এটাই সেরা ছবি।

সম্প্রতি এই ছবি নিয়ে কথা বলতে গিয়েই স্মৃতিমেদুর হয়ে পড়লেন রাজকুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যখন ফিল্ম নিয়ে পড়াশুনা করছিলেন তখন একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তাঁর মতে, প্রথম ছবি তৈরির জন্য স্ট্রাগলটা ভীষণ করতে হয়। ছবি তৈরির জন্য যথাযথ প্রযোজক পাওয়া, সঠিক অভিনেতা পাওয়া এসব খুবই গুরুত্বপূর্ণ। একদিন তাঁদের স্কুলের কমন রুমে সব ছাত্র একসঙ্গে বসে টেলিভিশনে ‘সার্কাস’ নামে এক সিরিয়াল দেখছিলেন। সিরিয়াল দেখার সময় ক্যামেরা অ্যাঙ্গল, এক অভিনেতার অভিনয় ইত্যাদি খুব মন দিয়ে দেখেছিলেন রাজকুমার। তখন তিনি অভিনেতার নাম জানতেন না কিন্তু তাঁর অভিনয় ভীষণই পছন্দ হয়। মনস্থ করেন, স্কুল থেকে পাশ করার পরে, এই অভিনেতার সঙ্গে যোগাযোগ করে একসঙ্গে একটি ফিল্ম বানাবেন।

আরও পড়ুন: প্রভাসের মেগা কামব্যাক, মুখ থুবড়ে পড়ল ‘ডাঙ্কি’ ?

ফিল্ম ইনস্টিটিউট থেকে যখন তিনি স্নাতক হলেন ততদিনে শাহরুখ বড়মাপের তারকা হয়ে গিয়েছেন। অনেকবার যোগাযোগের চেষ্টা করেও কিং খানের মুখোমুখি হতে পারেননি তিনি। তাই একসঙ্গে একটা ছবি করার জন্য ২০ বছর সময় লেগেছে বলে জানিয়েছেন ‘ডাঙ্কি’র পরিচালক। শাহরুখ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি ওঁর ব্যক্তিত্বে বারবার মুগ্ধ হই।”

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39