ক্যানিং: গত ১৫ জুলাই ক্যানিংয়ের গাজিপাড়া (Gajipara) এলাকার তৃণমূল (Tmc) নেতা নান্টু গাজি (Nantu gaji) খুন হয়েছিলেন। প্রায় পাঁচ মাস পর সেই ঘটনার তদন্তে মূল অভিযুক্তকে গ্রেফতার করল ক্যানিং (Canning) থানার পুলিশ। তালদির জনকল্যাণ মোড় থেকে গ্রেফতার মতোয়ার গাজি। আজ তাকে আলিপুর আদালতে পেশ করা হল।
বাজার করতে বেরিয়ে ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছিলেন নান্টু। তৃণমূল বুথ সভাপতি নান্টু গাজিকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা আর হয়নি। অভিযোগ ছিল, নান্টুকে খুন করেছে আইএসএফ (ISF) আশ্রিত দুষ্কৃতীরা। ২০১৩ সালের ৫ জানুয়ারি নান্টুর শ্বশুরকে খুন (Murder) করেছিল দুষ্কৃতীরা। শ্বশুরের মৃত্যুর পর এলাকায় সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন নান্টু।
সেদিন রাতে বাজার করতে বেরিয়েছিলেন ওই তৃণমূল নেতা। ফেরার পথেই তাঁকে ঘিরে ধরে চলে বেধড়ক মারধর। ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারা হয় তাঁকে।
নান্টুর শ্যালক শামসের গাজি বলেন, ২০১৩ সালে এলাকার কিছু দুষ্কৃতী আমার বাবা জুলফিকর গাজিকে খুন করেছিলেন। সেটা নিয়ে এখন মামলা চলছে। বাবার কেসটা দেখছিল আমার ভগ্নীপতি। সেদিন বাজার থেকে যখন তিনি ফিরছিলেন তখন রাস্তায় ফেলে আইএসএফের লোকজন তাঁকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কোপায় । এরাই আমার বাবাকে মেরেছিল।
নান্টুর বাবা জানান, ওর শ্বশুরের সব কিছু ওই দেখভাল করত। সেই রাগ থেকেই ওকে খুন করে আইএসএফের লোকজন। গাছ কাটার দা, ছুরি এসব দিয়ে কুপিয়েছে তাঁকে। ওরা দলে ৮ থেকে ১০ জন ছিল।
প্রায় পাঁচ মাস পর মূল অভিযুক্তকে তালদির জনকল্যাণ মোড় থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত মতোয়ার গাজিকে পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নেবে বলে আদালতে আবেদন জানিয়েছে ক্যানিং থানার পুলিশ।
আরও খবর দেখুন