Saturday, November 8, 2025
HomeScrollহাওড়া ডিভিশনে মেরামতির কাজ, রবিবার বাতিল একাধিক ট্রেন
Howrah Train Cancellation

হাওড়া ডিভিশনে মেরামতির কাজ, রবিবার বাতিল একাধিক ট্রেন

রবিবার বাতিল একাধিক ট্রেন

কলকাতা: হাওড়া (Howrah) ডিভিশনে ইঞ্জিনিয়ারিং, ওভারহেড ইকুইপমেন্ট (OHE) এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার, ৯ নভেম্বর ২০২৫ তারিখে ট্রাফিক ব্লক নেওয়া হবে। পূর্ব রেল (Eastern Railways) কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন একাধিক লোকাল ও মেল-এক্সপ্রেস ট্রেনের চলাচলে পরিবর্তন আনা হয়েছে।

রবিবার যেসব ট্রেন বাতিল থাকবে:

হাওড়া থেকে: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩
বন্দেল থেকে: ৩৭২৪৬, ৩৭৭৪৯
বর্ধমান থেকে: ৩৬৮৩৪
শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬
আরামবাগ থেকে: ৩৭৩৬৪, ৩৭৩৯৬
কাটোয়া থেকে: ৩৭৭৪৮

আরও পড়ুন: রবিবার পুরোপুরি বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যাতায়াত করবেন কোন রাস্তায়?

আরও জানা গিয়েছে, ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকাল তারকেশ্বরে শেষ হবে।

পুনর্নির্ধারিত ট্রেনের সময়:
৫৩০০৯ কাটোয়া–আজিমগঞ্জ লোকাল দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়বে (আগে ১২টা)।
১২৩৩৮ শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর থেকে বিকেল ১টা ৫০ মিনিটে ছাড়বে (আগে ১টা ১৫ মিনিটে)।
১৩০১৬ জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেস ট্রেনটি পথে প্রায় ২৫ মিনিট দেরিতে চলবে।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সকলকে যাত্রাপথ আগে থেকে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News