মুম্বই: শিল্পপতি (Industrialist) সজ্জন জিন্দালের (Sajjan Jindal) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এক অভিনেত্রী ডাক্তার। ওই মহিলার অভিযোগ, বান্দ্রা কুরলা কমপ্লেক্সে সংস্থার সদর দফতরের পেন্টহাউসে তাঁকে ধর্ষণ করেছেন সজ্জন। ২০২২ সালের জানুয়ারি মাসে ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে মুম্বইয়ের বিকেসি থানায় অভিযোগ দায়ের হয়েছে। মহিলার অভিযোগ, এই বছরের ফেব্রুয়ারি মাসে তিনি থানায় অভিযোগ করতে গিয়েছিলেন। পুলিশ তাঁর কথায় গুরুত্ব দেয়নি। আালতের নির্দেশে এফআইআর দায়ের করতে বা্ধ্য হয়েছে পুলিশ।
গত ৫ ডিসেম্বর ওই অভিনেত্রী বম্বে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। ১২ ডিসেম্বর পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় আদালত। মুম্বই পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, মুম্বই পুলিশ আইন মেনেই কাজ করেছে। এফআইআর দায়ের করার ক্ষেত্রে আমাদের দিক দিয়ে কোনও গাফিলতি ছিল না। তবে এই বিষয়ে জিন্দল গোষ্ঠীর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন: আলাদা ভাবে দুই সেট পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদে
আরও খবর দেখুন