Tuesday, August 5, 2025
Homeবিনোদনগুঞ্জন নয়, 'শিখরে'র সঙ্গে প্রেম জমে ক্ষীর 'জাহ্নবীর'

গুঞ্জন নয়, ‘শিখরে’র সঙ্গে প্রেম জমে ক্ষীর ‘জাহ্নবীর’

ছুটিয়ে প্রেম করছেন তাঁরা

Follow Us :

মুম্বই: গুঞ্জন ছিল বহুদিন ধরেই। অবশেষে ফাঁস হল সত্য। হ্যাঁ, শিখর পাহাড়িয়া (Shekher Paharia) ও জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) দু’জন বর্তমানে সম্পর্কে রয়েছেন। ছুটিয়ে প্রেম করছেন তাঁরা। এই কথা নিজের মুখেই স্বীকার করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখরই। সে যাই হোক, জাহ্নবী আর শিখর বহুদিন ধরে সম্পর্কে ছিলেন। মাঝে এসেছিল সমস্যা। তবে আবারও এক হয়েছেন তাঁরা।

বিগত বেশ কিছু মাস ধরে নিজেদের সম্পর্কের কথা নিজেই যেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন এই জুটি। সম্প্রতি মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতেও একসঙ্গে গিয়েছিলেন দু’জনে। সব মিলিয়ে প্রেম যে জমে ক্ষীর।

আরও পড়ুন: মহম্মদ সামিকে বিয়ের প্রস্তাব পায়েল ঘোষের 

কয়েকমাস আগে ভাইরাল হয়েছিল বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর তিরুপতির বালাজি মন্দির দর্শনের ভিডিও। তখন থেকেই গুঞ্জনে এসেছিল দুজনের বিয়ের খবর। তবে নিজেদের প্রেম নিয়ে অল্পস্বল্প খুনসুটি সোশাল মিডিয়ায় চলতে থাকলেও, জাহ্নবী বা শিখর কিন্তু মুখ খোলেননি।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘ধড়ক’ ছবি দিয়ে সিনেমাজগতে পা রাখেন জাহ্নবী। ছবিটি বক্স অফিসে মোটামুটি সাফল্য পেয়েছিল। পাশাপাশি শ্রীদেবী কন্যার অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছিল। এরপর বিগত ৬ বছরে হাতেগোনা ৫-৬টি ছবি করেছেন অভিনেত্রী। যদিও কোনও ছবিই সেভাবে বক্স অফিসে আলোড়ন ফেলেনি।

অন্য খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39