কলকাতা: মঙ্গলবার মুক্তি পেল অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’ (I Want To Talk Trailer)-এর প্রথম ঝলক। ছবিতে অভিষেককে নতুন অবতারে দেখা যাবে। ভুঁড়িওয়ালা চেহারা, কখনও তাঁর মুণ্ডিতমস্তক। অভিষেক কোনও বাঙালি চরিত্রে অভিনয় করেছেন তা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। সুজিত সরকারের আসন্ন ছবিতে মৃত্যশয্যায় থাকা অর্জুনের চরিত্রে দেখা মিলবে অভিষেকের।
ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, অভিষেক সিঙ্গল পেরেন্স। অভিনেতাকে মনে হচ্ছে তিনি কোনও দুরারোগ্য রোগে আক্রান্ত। খুব সম্ভবত ক্যানসার থাবা বসিয়েছে অর্জুনের শরীর। চিকিৎসার জন্য মেয়ের সঙ্গে বিদেশে থাকে সে। মাঝেমধ্যেই তাকে হাসপাতালে যেতে হয়। ছোট থেকেই মেয়ের সঙ্গে জটিল সম্পর্ক অর্জুনের। ট্রেলারের শেষে দেখা যাচ্ছে এক বিদেশি মহিলার অর্জুনকে প্রশ্ন করে, ‘তুমি যখন তোমার জীবন ফিরে পাবে, তখন তুমি কী করবে, অর্জুন?’ তার একটাই জবাব, ‘আমি কথা বলতে চাই…’। ক্ষমা চাইতে চান সেই সব মানুষের কাছে যাঁদের কষ্ট দিয়েছেন তাদের কাছে। ছবিটি ২২ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। সুজিত সরকার এই ছবিতে আবেগ আর অনুভূতির জল বুনেছেন। জীবন সংগ্রাম ও বাবা-মেয়ের সম্পর্কের জটিলতা নিয়ে এগিয়েছে ছবির গল্প। অভিষেক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পার্ল মানে, জনি লিভার, জয়ন্ত কৃপালানি ও ক্রিস্টিন গডার্ড।
অন্য খবর দেখুন