Friday, August 1, 2025
HomeScrollসন্দেশখালি নিয়ে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তের

সন্দেশখালি নিয়ে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তের

রোহিঙ্গাদের দিয়ে হামলা চালানো হয়েছে, অভিযোগ শুভেন্দুর

Follow Us :

কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় এনআইএ (NIA Investigation ) তদন্ত দাবি করল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এনআইএ তদন্ত চেয়ে শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। পাশাপাশি ওই এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করারও আবেদন জানান বিজেপির রাজ্য সভাপতি।

রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে এদিন সকালে আক্রান্ত হন ইডির একাধিক অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। ইডির গাড়িতে ব্যাপক ভাংচুর করা হয়। কয়েকশো তৃণমূল সমর্থক ইডি অফিসারদের তাড়া করেন। অফিসাররা কোনও মতে অটোয় চেপে এলাকা ছাড়েন। সল্টলেকের হাসপাতালে চিকিৎসাধীন ইডির আধিকারিকরা। ওই ঘটনায় আক্রান্ত হন একাধিক সংবাদমাধ্যমের সাংবাদিক।  এই হামলার ঘটনার দায় রাজ্য সরকারের উপরেই চাপিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি শুক্রবার বলেন, রাজ্য সরকার তার দায় এড়াতে পারে না। রাজ্যপালের কড়া বার্তা, রাজ্য সরকারকে এর ফল ভুগতে হবে।

সন্দেশখালির ঘটনা নিয়ে নিন্দায় সরব হয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সুকান্ত মজুমদার (Sukant Majumder) এক্স হ্যান্ডেলে লেখেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা শুনতে পাচ্ছেন ব্যর্থ মুখ্যমন্ত্রী। এতদিন আপনার মদতপুষ্ট দুষ্কৃতীবাহিনীর নির্যাতনে শুধু বাংলার সাধারণ জনগণ অসহায় ছিল, কিন্তু আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও রোহিঙ্গাদের হাতে নিগৃহীত হতে হল। এর পরেও কি লজ্জা হবে না আপনার? 

আরও পড়ুন: সন্দেশখালিতে ইডি, কেন্দ্রীয় বাহিনী প্ররোচনা দিয়েছে, দাবি কুণালের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস ও উৎসাহের কারণে শেখ শাহজাহানের মতো অপরাধীরা রোহিঙ্গাদের একত্রিত করে। এই হামলায় রোহিঙ্গারা জড়িত বলেই আমার সন্দেহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপালকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি। এই ঘটনায় এনআইএ তদন্ত প্রয়োজন, দাবি করেন বিরোধী দলনেতাও।

বিজেপির দাবি নস্যাৎ করে রোহিঙ্গাদের প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, যদি ওই জায়গায় রোহিঙ্গা থেকেই থাকে তবে তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। বিএসএফের নজর এড়িয়ে কীভাবে এ রাজ্যে রোহিঙ্গারা ঢুকতে পারল। বিএসএফ কেন নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে না। শাহ কেন সেই দিকে নজর দিচ্ছেন না। সীমান্তে নজরদারি না করে এই সব প্রশ্ন করা যুক্তিহীন। 

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39