Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনকৈলাসের কণ্ঠে দেশজুড়ে ধ্বনিত হল 'রাম ধুন', দেখুন

কৈলাসের কণ্ঠে দেশজুড়ে ধ্বনিত হল ‘রাম ধুন’, দেখুন

প্রকাশ্যে এল কৈলাস খেরের কন্ঠে 'ম্যায় অটল হুঁ' ছবির নতুন গান

Follow Us :

মুম্বই: ভারতের তিনবারের প্রধানমন্ত্রীর জীবনের কাহিনি নিয়ে পরিচালক রবি যাদব (Ravi Jadhav) তৈরি করেছেন ‘ম্যায় অটল হু’ (Main Atal Hoon)। ছবিতে নামভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)। ছবির টিজার মুক্তির পরেই অভিনেতাকে দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। দর্শকরা বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা বলার ধরন থেকে পোশাক পরার কায়দা, পঙ্কজ যেন সাক্ষাৎ অটল।

২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল জুবিন নটিয়ালের কণ্ঠে এই ছবির প্রথম গান ‘দেশ পহলে’ (Desh Pehle)। এবার প্রকাশ্যে এল এই ছবির দ্বিতীয় গান ‘রাম ধুন’ (Ram Dhun)। গানটি গেয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কৈলাস খের (Kailash Kher)। গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ছবিটি চলতি বছরের ১৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রবি যাদব পরিচালিত ‘ম্যায় অটল হু’। প্রাথমিকভাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকীতে এই ছবি মুক্তির কথা ছিল কিন্তু এইসময়ে আরও অন্যান্য ছবি মুক্তি পাবে তাই ‘ম্যায় অটল হু’-র মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ঋষি বীরমণি (Rishi Virmani) ও রবি যাদব যৌথভাবে এই ছবির কাহিনি তৈরি করেছেন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular