Friday, August 22, 2025
HomeScrollতামান্নার রূপের জাদুতে মুগ্ধ ভক্তরা

তামান্নার রূপের জাদুতে মুগ্ধ ভক্তরা

কলকাতা: মজা হুসনো কা আঁখো সে লিজিয়ে! অভিনেত্রী তামন্না ভাটিয়ার (Tamannaah Bhatia) ‘আজ কি রাত’ গানে শরীরী ভঙ্গি সকলের নজর কেড়েছে। সাধারণ পোশাকেও অভিনেত্রী নিজেকে অসাধারণঁ করে তোলেন। তাঁর রূপে মুগ্ধ আট থেকে আশি সকলেই। স্যোশাল মিডিয়ায় তামান্নার সাদা গ্রাউনে ফোটোশ্যুটে আগুন ঝরালেন অভিনেত্রী। তামান্নার সাজে কুপকাত পুরুষরা।

আরও পড়ুন: মা হলেন তেঁতুলপাতা-র অনিন্দিতা

অভিনেত্রী তামান্না ভাটিয়ায় নিজের অভিনয়-নাচ আর স্টাইল স্টেটমেন্টে অনুরাগীদের মুগ্ধ করেছেন। তাঁর শরীরীয় ভঙ্গি পুরুষদের পাগল করে তোলে।এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে আমি আমার শরীরকে খুব ভালবাসি। আমার সবচেয়ে পছন্দই হল আমার শরীর। এবার বোল্ড সিজিলিং অবতারে ধরা দিলেন তামান্না। ডিপকাট সাদা বার্বি গ্রাউনে গর্জাস লুকে ধরা দিলেন অভিনেত্রী। ড্রেসের মধ্য দিয়ে উঁকি দিচ্ছে বক্ষযুগল কয়েকগুন পারদ চড়িয়েছেন। অভিনেত্রীর চেহারার জেল্লায় চোখের পলক পড়বে না। তাঁর চোখের দৃষ্টি পুরুষ মনে ঝড় তুলেছে। তামান্না ক্লাসিক কিন্তু স্টাইলিশ আউটফিট অন্য থেকে তাঁকে আলাদা করেছে। অভিনেত্রীর অনবদ্য ফ্যাশন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

 অন্য খবর দেখুন

Read More

Latest News